আমি একদা চিন্তা করলাম দেশের জন্য কিছু করা উচিৎ, অনেক বড় হয়েছি এখনই দেশের জন্য কিছু করা উচিৎ, যাতে দেশ ও জাতির উপকার হয়। তো কি করি কি করি চিন্তা করতে লাগলাম, এমন কিছু করতে হবে যা কেউ কখনো করেনি এইরকম কিছু একটা খুঁজছিলাম। এইজন্য আমি কি করলাম রাতে তারাতারি ঘুমাতে গেলাম। তারাতারি ঘুমাতে গেলে তারাতারি স্বপ্ন আসবে আর তখন স্বপ্ন দেখতে দেখতে চিন্তা করা যাবে হটাত মাঝরাতে ঘুম ভেঙ্গে গেল, এটা আমার প্রায়ই হয় । আমি টপিক পেয়ে গেছি আমি বিড়ির উপর জরিপ করবো, মেয়েরা ছেলেদের বিড়ি খাওয়া পছন্দ করে কিনা!!!! তো কিভাবে করবো ????? বুঝলাম খুব খাটতে হবে তো কি করি কি করি পরেরদিন আবার তারাতারি ঘুমাতে গেলাম ইউরেকা ইউরেকা পেয়ে গেছি তো পরেরদিন ঘুম থেকে উঠে অফিস চলে গেলাম, সারাদিন অফিস করে রাতে বাসায় চলে এলাম। অনেক খাটুনি হয়েছে। জরিপ হয়ে গেছে এখন লিখতে বসতে হবে....................................... তো হাঁ বন্ধুরা আমার লেখা শেষ । আমি রেজাল্ট পেয়ে গেছি ৯০% মেয়েরা ছেলেদের বিড়ি খাওয়া পছন্দ করে কেমনে? অফিসে গিয়ে আমি হাতের কাছে পেয়ে গেলাম আমার চারজন মেয়ে কলিগকে তিনজন অবিবাহিত আর একজন বিবাহিত অবিবাহিত তিন জনের একজনকে জিজ্ঞাসা করলাম মৃত্যুঞ্জয়ঃ আচ্ছা লিসা আমি যে সিগারেট খাই তোমার কি মনে হয় ছেড়ে দেয়া উচিৎ? লিসাঃ আরি না, সিগারেট খেলে ওই সময়টাতে তোমাকে হেব্বি স্মার্ট লাগে, আর তাছাড়া যে সব ছেলেরা সিগারেট খায়না তাদেরকে আমার ছেলেই মনে হয়না!!!!!! এবার সায়লাকে মৃত্যুঞ্জয়ঃ প্রশ্ন করার আগেই সে এসে আমাকে বলল সায়লাঃ এই তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি!!!! মৃত্যুঞ্জয়ঃ কি?? সায়লাঃ এই নাও, বলে প্যাকেটটা ধরিয়ে দিলো মৃত্যুঞ্জয়ঃ আর কিছু নয়, ওটা একটা বেনসনের প্যাকেট, আমি একটু অবাক, সে আমার চেহারা দেখে বলল সায়লাঃ ভাইয়া লন্ডন থেকে এনেছে, ওখান থেকে তোমার জন্য নিয়ে এলাম!!!!!! এবার সুমি সুমি তো আমার সিগারেট খাওয়া দেখতেই পারেনা, আমি সিউর সে না বলবে, তারপরও গেলাম জিজ্ঞাসা করতে মৃত্যুঞ্জয়ঃ সুমি ভাবছি সিগারেট খাওয়া বাদ দিয়ে দিবো সুমিঃ কেন? মৃত্যুঞ্জয়ঃ সিগারেট খেলে নাকি মেয়েরা কিস করতে দেয়না?? সুমিঃ আরি ধুর, ওটা কোন কস হল নাকি, আমার তো ভালই লাগে মৃত্যুঞ্জয়ঃ আমার তো আক্কেল গুরুম এইবার বিবাহিত আপার কাছে মৃত্যুঞ্জয়ঃ আপা বাপ্পি ভাই যে সিগারেট খায় আপনি বকেননা? আপাঃ হাঁ, বকি তো। মৃত্যুঞ্জয়ঃ তো আপনার মতে ছেলেদের সিগারেট খাওয়া ঠিক না, তাই না আপাঃ না............ তা না.................. খাক, একেবারে না খেলে আবার হয় নাকি, কিন্তু বেশি যাতে না খায় অইজন্য বকি তো বস কি বুঝলেন, মেয়েরা যতই চিল্লা চিল্লি করুক আমার এই থিসিস রিপোর্ট টা দেখায়া কয়া দিবেন দেখ মাইয়ারা বিড়ি খাওয়া লাইক করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।