আমার university life এর প্রথম দিকের ঘটনা। এক বড় ভাই সবসময় বলতো মেয়েদের অফার দিবি না, যদিও বা দেস, কিসু পাওয়ার আশা করবিনা। ভাইয়ের এই theory র পিছনের গটনা হচ্ছে---
"ভাই 1st year য়ে এক মেয়েকে প্রেমপএ দেয়। ভাই পএটি মেয়েটির রুমের দরজার নীচ দিয়ে ছুরে দিয়েছিল। পরে ভাইয়ের সাথে মেয়েটির দেখা হলে মেয়েটি নাকি মুচকি মুচকি হাসতো।
ভাইয়া মনে করলো মনে হয় মেয়েটি রাজি কিন্তু মুখে বলতে পারছে না। ভাই মেয়েটিকে সময় দেয়া সুরু করলেন। ক্যান্টিনে সুধু মেয়েটি না তার সব friend free খাওয়া সুরু করলো। কিন্তু চিঠির কথা বললেই মেয়েটি সুধু হাসে।
এভাবে ২বছর কেটে গেল কিন্তু মেয়ে হ্যা, না কিছু বলে না।
ভাইতো মনে মেন রেগে বলে-"আরে হারামজাদি হ্যা,না একটা কিছুতো বলবি, না হইলে বল আমি অন্য কোথাও try kori" ।
পরে জানা জায় মেয়েটি নাকি কোনো চিঠি পায়নি। ভাইয়া সেটা believe করে নাই। তার মতে মেয়েরা নাকি এমনই হয়।
আপনাদের কি ধারনা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।