আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য সংকলন - ১

[লেখাটি অন্য একটি ব্লগে প্রকাশিত হয়েছিল। ফেসবুকে আমার স্ট্যাটাস গুলোকে সঙ্কলিত করার চেষ্টা] অণুকাব্য - ১ ভাবনার সরোবর, এবং নির্ঘুম প্রহর। । হোক নিদ্রা গভীর, হোক প্রিয় স্বপ্নের ভীড়। ।

[Thursday 18th of June 2009 10:13:00 PM] অণুকাব্য - ২ স্বপ্ন হোক ঝলসানো রুটি, সুকান্ত’র শব্দ দুটি; আধখানা চাঁদ, আজকে বাদ। । [Sunday 16th of August 2009 09:53:22 AM] অণুকাব্য - ৩ অবসর অবশেষে, দুদিনের ছদ্মবেশে। । [Thursday 20th of August 2009 12:22:07 PM] অণুকাব্য - ৪ বৃষ্টির শেষ গানে ঘুমিয়ে পড়া, ঘুম মানেই স্বপ্নের ভাঙা গড়া।

। [Thursday 27th of August 2009 11:01:43 AM] অণুকাব্য - ৫ স্বপ্নগুলো তোমার মত; তুমি অচেনা অনাগত, স্বপ্নগুলো দুর্বো্ধ্য তাই আপাতত। । [Sunday 13th of September 2009 10:45:45 AM] অণুকাব্য - ৬ ব্যাবাক কিছু গোলমেলে, সময় ছুটে তুফান মেলে। ।

[Monday 14th of September 2009 07:23:03 AM] অণুকাব্য - ৭ ঘুম পালকের পতন, স্বপ্নের নির্বাসন; তরুনী রাত জুড়ে জোছনা ভাষন। । অপেক্ষা মনের গোপন জুড়ে, এবং তা কংক্রীট শহুরে। । [Friday 4th of December 2009 10:21:35 PM] অণুকাব্য - ৮ পলক ফেলার ফাঁকে, পিছিয়ে পড়ার ভীতি; ভাবনা ভেজা দ্বীর্ঘশ্বাসে, দিন শুরু আর ইতি।

। [Thursday 10th of December 2009 07:43:34 AM] অণুকাব্য - ৯ রাজার আকার রাজাকার; সাধ্য কি দেবে সাজা তার; বিজয়ের দিনে দুঃখের সমাচার। । [Tuesday 16th of December 2009 07:56:34 AM] অণুকাব্য - ১০ নীরব চির স্থানু তোমাদের সাথে চলি, আশ্রিত মৌনতায় যদি্ও কৌতুহলী। ।

[Friday 18th of December 2009 07:57:08 AM] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।