আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য

(১) ভালোবাসার গল্প হলো কালকে তিল বানালে আজকে তুমি তালকে! (২) বুকের ভেতর জমা থাকে পিরীতি এখন প্রেমের কী জানি হায় কি রীতি! (৩) রাত পোহালে সূর্য্য ওঠে পূর্বে সূর্য্য হয়ে আমার এ মন তোমার পিছে ঘুরবে। (৪) ক্ষুধার রাজ্যে হয় পৃথিবী গদ্যময় তোমার সাথে প্রেম করা তাই অদ্য নয়। (৫) বুক পকেটে ভালোবাসা মানিব্যাগে বিনিময় টাকার পাহাড় থাকবে যাহার প্রেমে পাবেন তিনি জয়! (৬) তোমায় আমি ভালোবাসি বলবো না প্রেমের জ্বালায় কয়লা হয়ে জ্বলবো না। (৭) ভালোবাসা মানেই হলো কষ্ট ভালো বেসে কেউ করো না জীবনটাকে নষ্ট!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।