অণুকাব্য ১. আকাশের দিকে তাকানোটা ভালো আকাশেতে আছে তারা আকাশের তারা হতে নাহি পেরে হয়োনাকো দিশেহারা! ২. বিশাল সাগরের নোনা জলে তুমি পাবে না তো কভু কোন ঠাঁই মন ভাসে তবু সাগরের ঢেউয়ে মন সাগরের কোন সীমা নাই। ৩. চেহারাটা তার ঝলমলে হয় নানা রঙের দামী কাপড়ে যেখানে যেমন হয় প্রয়োজন সেখানেতে যায় তা পরে। ৪. দোলনাতে বসে দুলতেই থাকো তুলতেই থাকো ছবি তার ছবি গুলো দেখে থিম খুঁজে নেবো আমার নতুন কবিতার! ৫. সৈকতে যদি হাঁটো তুমি রোজ বিকেল বেলা একাকী খুঁজে পাবে নাকো তবু তাঁকে তুমি তাঁর সাথে হবে দেখা কী?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।