আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য

মানবতার জয় হোক!! [১] পাথর হৃদয় দেখলে শুধু দেখলে না কোমল আবেগটাকে, ঝিনুকের শক্ত খোলকের মাঝেই মুক্তা জন্মে থাকে। [২] যুক্তি তর্কের কঠিন ভাষায়ও পড়িবে বলিরেখা, হৃদয়াবেগের সুপ্ত পুষ্প হায়! হইলো না কভু দেখা। [৩] পেয়েও যারে করেছি হেলা না পেয়ে তারেই চাই, মাঝ দরিয়ায় দুলছে গো নাও নাওয়ের মাঝি নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।