আমাদের কথা খুঁজে নিন

   

Adolf Hitler এর ফ্যান পেইজে এডমিন দরকার যারা হি্টলার সম্পর্কে ভাল জানে

অনেকদিন থেকে ভাবতেসিলাম আমার প্রিয় নেতার একটা ফ্যান পেজ বানাব, কিন্তু ডিরেক্ট Adolf Hitler নামে পেজ create করতে দেয়া হয় না ফেসবুকে। কারন এইটা নিয়ন্ত্রন করে ইহুদীরা। ২০০৮ সালে "Israel is not a country" নামক ১৫ লক্ষ মেম্বারের একটা পেইজে কিছু দুর্লভ ছবি পোস্ট করেছিলাম, যেগুলো ছিল ইসরাইলী সৈন্যরা কিভাবে মানবাধিকার ভঙ্গ করে ও কিভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার করে তার কিছু ছবি দিয়েছিলাম যাতে প্রায় ১০০০ প্লাস কমেন্ট হয়েছিল। ছবিগুলো এতটাই সাড়া পড়েছিল যে প্রতিদিন ওগুলো নিয়ে মুসলমান ও ইহুদিদের মধ্যে ৫০+ কমেন্টের যুদ্ধ চলত। একদিন হঠাৎ একদিন দেখি আমার এ্যাকাউন্ট ডিয়েক্টিভ করা হইসে- খোঁজ নিয়ে জানতে পারলাম অই ছবিগুলা আপলোড করার অপরাধে আমার এ্যাকাউন্ট তি বাতিল করা হয়েছে, শুধু তাই নয়- ১৫ লাখ মেম্বারের অই গ্রুপটইও ডিয়েক্টভেত করে দেয়া হয়েছে।

তার পরিবর্তে কাউন্টার একটা গ্রুপ খলা হয়েছে " Palestine is not a country " নামে। অনেকদিন আগে ফেসবুক সম্পর্কে একটা কথা বলেছিল যেটা আজও মনে পরে " ফেসবুক হল সাড়া দুনিয়ার তথ্য নিয়ন্ত্রন ক্রার ইহুদিদের একটা চাল। " জাই হক, আমরা এখন ফেসবুক ছাড়া একদিন প্রায় চলতে পারি না- এমন অবস্থা। আমার প্রিয় নেতা হিটলার বলেছিলেন- ইহুদীরা বেইমান জাতি, এদের কখনও বিশ্বাস করতে নাই, একদিন বিশ্ববাসী বুঝবে অদের(ইহুদিদের) সম্পর্কে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। আমার মনে হয়- পুরো বিশ্ববাসী এখন সেটা বুজতেসে।

ত, আমার প্রিয় নেতাকে নিয়ে আজ একটা ফ্যান পেজ খুললাম, যারা হিটলার সম্পর্কে ভাল জানে ও তথ্য শেয়ার করতে পারবে তারা সকলে আমন্ত্রিত...। Adlof-Hitler-The-Greatest-Leader যারা তাকে পছন্দ করে ও এডমিন হতে আগ্রহী তাদেরকে পেজে ইনফরম করতে অনুরোধ করছি............... এর পরের ঘটনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।