আমাদের কথা খুঁজে নিন

   

Mein Kampf : Adolf Hitler - আলোচনা-সমালোচনা

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

আমার সংগ্রাম (Mein Kampf): আলোচনা-সমালোচনা ড: রমিত আজাদ আমার সংগ্রাম, এডল্‌ফ হিটলারের লেখা একটি গ্রন্থ। গ্রন্থটি আমার কাছে মনে হয়েছে অনবদ্য । মনে হয়েছে হিটলার সাহসে ভর দিয়ে অকপটে সত্যি কথাগুলো বলেছে । যে মিথ্যার বেড়াজালে আমরা আবদ্ধ, সেই বেড়াজাল সে কেটেছে । কিন্তু ঐ বইয়ের একটা অধ্যয় আমার কাছে মনে হয়েছে এলোমেলো । অধ্যয়টি হলো 'নেশন এন্ড রেইস'। বইটির প্রতিটি অধ্যয় খুব rational । অথচ এই অধ্যয়টি একেবারেই irrational, আর খাপছাড়া। আমার মনে হয়েছে হিটলার নিজেও এটা বুঝতেন, কিন্তু তার প্রয়োজন ছিল কোন একটি আবেগের কাধে ভর দিয়ে একদল লোককে সম্মোহিত করা, এরপর তাদের কাজে লাগানো । সেই আবেগটিই হলো Nazism. (চল্‌বে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.