আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বর্তমান অসামঞ্জস্যে অ্যাডলফ হিটলারের কিছু উদ্ধৃতি || Some quotes by Adolf Hitler on our present incompatibility

কাজ না... শুধুই অকাজ!! A small collection of quotes by Adolf Hitler: "When human hearts break and human hearts despair, then from the twilight of the past the great conquerors of distress and care, of disgrace and misery, of spiritual slavery and physical compulsion, look down on them and hold out their eternal hands to the despairing mortals." - যখন মানব হৃদয় ভাঙ্গে এবং হতাশায় জর্জরিত হয়, তখন অতীতের গোধূলি থেকে চরম দুর্দশা ও উদ্বেগ, অপমান ও যন্ত্রণা, মানসিক দাসত্ব ও শারীরিক বাধ্যবাধকতাকে জয় করে আসা মহান বিজেতারা তাদের দিকে তাকায় এবং তাদের অবিনশ্বর হাত বাড়ায় মরনশীল হতাশাগ্রস্থদের জন্য। "He alone, who owns the youth, gains the future." - সে ই, যে তারুণ্যকে ধারন করে, ভবিষ্যতকে অর্জন করে। "The doom of a nation can be averted only by a storm of flowing passion, but only those who are passionate themselves can arouse passion in others." - একটি জাতির সর্বনাশ কেবলমাত্র একটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আবেগের বহেমিনা স্রতের ঝড় দিয়ে এড়ানো যায়, কিন্তু কেবল মাত্র তারাই এই প্রতিজ্ঞা/আবেগ অন্যদের মধ্যে জাগাতে পারবে যারা নিজেরাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। "The leader of genius must have the ability to make different opponents appear as if they belonged to one category." - প্রতিভাধরদের অধিনায়কের অবশ্যই এই ক্ষমতা থাকতে হবে তাদের বিভিন্ন রকম প্রতিদ্বন্দ্বীরা যেন একই শ্রেণীর অন্তর্ভুক্ত এমনটা দেখানোর। "All epoch-making revolutionary events have been produced not by the written, but by the spoken word." - নবযুগ সৃষ্টিকারী বৈপ্লবিক ঘটনাগুলো লিখিত ভাবে শুরু হয়নি, শুরু হয়েছে উচ্চারিত শব্দ/কথার মাধ্যমে।

"What good fortune for governments that the people do not think." - সরকারের সৌভাগ্য সেখানেই যে জাতি চিন্তা করে না। "I go the way that Providence dictates with the assurance of a sleepwalker." - আমি সে পথেই যাই যেটা অদৃষ্ট নির্দেশ করে স্বপ্নচারীদের আশ্বাসের সাপেক্ষে। "If today I stand here as a revolutionary, it is as a revolutionary against the Revolution." - আজ এখানে আমি যদি একজন বিপ্লবী হয়ে দাঁড়াই, এটা হবে বিপ্লবের বিরুদ্ধে দাঁড়ানোর মতই বৈপ্লবিক। "It is always more difficult to fight against faith than against knowledge." - জ্ঞানের বিরুদ্ধে সংগ্রামের চেয়ে বিশ্বাসের বিরুদ্ধে সংগ্রাম সবসময়ই বেশি কঠিন। "Struggle is the father of all things. It is not by the principles of humanity that man lives or is able to preserve himself above the animal world, but solely by means of the most brutal struggle." - সংগ্রাম সবকিছুর জনক।

এটা মনুষ্যত্বের নীতি থেকে পাওয়া যুক্তি না যে মানুষ বাঁচে বা পশু জগতে বিলীন হওয়া থেকে নিজেকে সংরক্ষণ করার সামর্থ্য রাখে, বরং সবচেয়ে নৃশংস সংঘর্ষগুলোর সম্মুখীন হয়ে অর্জিত একমাত্র শিক্ষা। "Those who want to live, let them fight, and those who do not want to fight in this world of eternal struggle do not deserve to live." - যারা বাঁচতে চায়, তাদের সংগ্রাম করতে দাও। আর যারা এই চিরায়ত সংগ্রামের জগতে সংগ্রাম করতে চায় না, তারা বাঁচার অধিকার রাখে না। "The great strength of the totalitarian state is that it forces those who fear it to imitate it." - সর্বগ্রাসী নীতির রাষ্ট্রের সব থেকে বড় শক্তি হল এটি তাদের উপর বল প্রয়োগ করে যারা এটা অনুকরণের ভয় পায়। "When diplomacy ends, War begins." - যখন কূটনীতি শেষ হয়, যুদ্ধ শুরু হয়।

"All great movements are popular movements. They are the volcanic eruptions of human passions and emotions, stirred into activity by the ruthless Goddess of Distress or by the torch of the spoken word cast into the midst of the people." - সব মহান আন্দোলনই জনপ্রিয় আন্দোলন। এগুলো মানুষের জমাট বাঁধা গভীর ক্রোধ ও চাপা আবেগের বিস্ফোরণ, যেগুলো নাড়া দেয় কষ্টের নির্মম দেবীর মাধ্যমে অথবা মানুষের মধ্যে বিপ্লবের বাণীর মশাল জ্বালিয়ে। ============================================= খুব সংগত কারণে এই পোস্টটি দেওয়া। কোথাও একটা পতাকার নকশা হচ্ছে... কোথাও মানুষের আর্তনাদ শুনে কারো টেস্টোস্টেরনের স্রোত বাড়ছে... স্লোগান লেখা হচ্ছে!!!... এরপর কি হবে বলতে পারেন??... না পারলে বলুন এর পর কি চাই!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.