ভালোবাসার কবিতা. মাঝ রাত,এখনো শুনি স্টেনগ্যান...গুলির শব্দ,
আনাহুত মুক্তিযোদ্ধা কলিম শেখ।
শুয়ে তাপহীন বরফ শীতল স্টেনগ্যান মুঠোতে,
বাতিঘর তন্দ্রালু,জননীর নাগপাশ ঘেঁষে।
আবার নাকি বরগি নামবে নৈঃশব্দের আঁধারে;
সোনার ফসল নিংড়ে যাবে শুভ্র হাঁসির স্থূল সমাজনীতি।
কিঞ্চিৎ উঠান জুড়ে সাদা শাড়ি আর ধান শালিকের লাশ
অতপরঃ সহোদরার পরবর্তী ধর্ষন,দামী গনতন্ত্র নিখাদ জয়গান।
কলিম শেখের চোক্ষে খেলে চৈত্রের ঝড়
শূন্য গোলা আকাশ নীচে চন্দ্রঘোলা,
ধানের আদল আগুনে কলিমের কৃষ্ণচূড়া
উনুন পাশে শরীর ছুঁয়ে রক্তখেলা,
বাবার লাশ নিশিক্লান্ত উঁইপোকা
বীরাঙ্গনা সিঁদুরমাখা তারপর সেই মরণ নেশা,
বিষ চুইয়ে দশক চারের পুতুল ঘড় কাঁদা-মাটি
হঠাৎ শিমুল গাছে সন্ধ্যার ডাক,বৌয়ের নোলক আঁচল ধরে দস্যুটান।
কলিম শেখ আর পরীক্ষিত যুদ্ধাস্ত্র
ধানের জমিন মাটির বুক,গুনতে থাকে ১৬ কোটি জিন্দালাশ।
............। । বনী ইসরাইল"১২। ।
............ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।