আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার ছাড়াই ফোল্ডারের পাসওয়ার্ড দিন.....

সফটওয়্যার ছাড়াও ফোল্ডারের পাসওয়ার্ড দেওয়া যায় । সে জন্য যে ফোল্ডারটির পাসওয়ার্ড দিতে চান, সে ফোল্ডারের উপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন । এবার send to অপশনের Compressed (zipped) Folder এ ক্লিক করুন । এতে ফোল্ডারটি zip Folder এ রুপান্তরিত হবে । এখন এই zip Folder এ মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন এবং Open with এর Compressed (zipped) Folder এ ক্লিক করুন । এখন নতুন যে উইন্ডো আসবে , সেখানে যেকোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান মাউসে ক্লিক করে add a password এ ক্লিক করতে হবে এবং password ও confirm password এ একই গোপন নম্বর দিয়ে ok করুন । তারপর ফোল্ডার ওপেন করে দেখুন আপনার password হয়ে গেছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.