আমার ওয়ার্ডপ্রেস ব্লগ: http://bit.ly/gaWV2X
ইদানীং ব্লগে একটা নতুন জিনিস দেখতেসি! কোন কমার্শিয়াল সফটওয়্যারের ক্র্যাক দিলেই কিছু পাবলিকের দরদ উথলায়ে উঠে। ইনায়ে বিনায়ে, হালকা বা জোর গলায় বলার চেষ্টা করে এইটা নাকি চুরি। বুঝাই যায় কিছুদিন আগে তাহারা উবুন্তু বা ফেডোরা ইন্সটল দিয়াছেন। খুব ভালো কথা। ভাবটা এমন যে, এই দেখ আমি তো ওপেনসোর্স ইউজ করি।
তুমি তো চুরি করতেছ.... চুরি করা কিন্তু ভাল না!!!! এই জাতীয় লোকজন এতোদিন উইন্ডোজ ব্যবহার করত যেগুলো তাদের নিজের ভাষায়ই "চুরি" করা সফটওয়্যার। উইন্ডোজ ব্যবহার করে পিসি পুরান বানায়ে ফেলার পরে দুইদিন উবুন্তু টাইপ ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করে এই জাতীয় কথা বলতেছে।
এখন ব্লগাররাই ভরসা। আপনারাই বলেন কমার্শিয়াল সফটওয়্যার এর দরকার শেষ কিনা।
*এডিটেড।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।