আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট একটি কার্যকরী সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড প্রটেক্ট করুন মহা মূল্যবান ফাইল অ্যান্ড ফোল্ডার (পোর্টেবল সফটওয়্যার)

এই সফটওয়্যার ব্যবহার এতোই সোজা যে কেউ এতা ব্যবহার করতে পারবে। এটা আমি চার বছর ধরে ব্যবহার করছি। আমার দেখা বেস্ট ফোল্ডার প্রটেক্টিং সফটওয়্যার। তবে, যদি পাসওয়ার্ড ভুলে যান তবে ফাইলটাকে আর উদ্ধার করতে পারবেন না। পেনড্রাইভ প্রটেক্ট করতে পারবেন তবে ফরম্যাট দিলে সফটওয়্যার আর কাজ করবেনা।

যে ফোল্ডারটি প্রটেক্ট করবেন সেই ফোল্ডার এ সফটওয়্যার টি রাখুন। ডবল ক্লিক করে সফটওয়্যার ওপেন করুন। পাসওয়ার্ড দিন। আবার দিন। ওকে করুন।

আপনার ফোল্ডার সুরক্ষিত হয়ে গেল। পরে ফাইল দেখতে হলে Temporary অপশন এ ওপেন করুন। কাজ শেষে আবার প্রটেক্তশন করুন টাস্কবার থেকে Restore Protection করে। Complete unprotect করুন সফটওয়্যার সেবা থেকে বের হয়ে যেতে। ভাল লাগলে জানাবেন।

ধন্যবাদ। ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে Pendrive_Passoward ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.