আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র ২২৮কেবি সফটওয়্যার দিয়ে অনেকগুলো ইমেজ একসাথে অল্প সময়ে Re-Size, Modify করুন। ২এমবিকে ২০কেবি তাও আবার হাজার হাজার একসাথে, পুরাই মাথা নষ্ট সফটওয়্যার!

সবাইকে শুভেচ্ছা!
অনেক ছোট কিন্তু উপকারি একটি সফটওয়্যার আজকে আপনাদেরকে উপহার দেবো। আমরা অনেকে একসাথে অনেকগুলো ছবি ফেসবুকে বা অন্যান্য ওয়েবসাইটে আপলোড করি। সাইজ বড় হওয়ার কারনে হয়তো আপলোড হতে অনেক সময় লাগে যা খুবই বিরক্তিকর। অনেক সময় অনলাইন CV তে নির্দিষ্ট সাইজ এর ছবি চায়। যারা ফটোশপএর কাজ পারেন না তাদের জন্য এই সফটওয়্যারটি খুব সহজে অনেকগুলো ছবির সাইজ একসাথে কমাবে।


সফটওয়্যারটির নাম Easy Image Modifier, সাইজ মাত্র ২২৮ কেবি কিন্তু কাজ করে ২২৮এমবির মতো
যে ভাবে কাজ করবেনঃ

প্রথম স্ক্রীনশট থেকে,
১) 1 নাম্বার জায়গায় যে কয়টা ইচ্ছা ইমেজ সিলেক্ট করে ড্রাগ করে ছেড়ে দিন/ উপরে Image-এ ক্লিক করে Load Image-এ ক্লিক করে ইমেজ ফোল্ডার দেখিয়ে দিন।
২) 2 নাম্বার আপনার ইমেজের উচ্চতা এবং পরিধি (Height and Width) কতো হবে লিখেন। এখানে ৬৪০*৪৮০ সবসময় দেওয়া থাকে আপনি  আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। যদি Height and Width নিজের মতো করে দিতে চান তাহলে বাম পাশের Shrink-এ ঠিক দিন আর Percent টা Unchecked রেখে দিন। কেউ যদি Percent অনুযায়ী সাইজ করতে চান তাহলে Percent সিলেক্ট করুন।


৩) 3 নাম্বার জায়গায় আপনার ইমেজের আউটপুট ফরম্যাট সিলেক্ট করতে হবে। jpg/png/bmp যেকোনো একটা সিলেক্ট করুন।
৪) 4 নাম্বার জায়গায় ইমেজ যে নামে সেভ হবে টা লিখুন, আগের নাম ঠিক রাখতে যেভাবে আছে রেখে দিন।
৫) 5 নাম্বার জায়গাটা গুরুত্বপূর্ণ, যদি আপনি ইমেজ গুলোকে নতুন সাইজের ইমেজের সাথে বদলাতে চান অর্থাৎ যদি ইমেজ ছোট হওয়ার পর আগেরটা না রাখতে চান তাহলে Replace সিলেক্ট করুন, আর যদি রাখতে চান তাহলে ডান পাশের Arrow তে ক্লিক করে নতুন ফোল্ডার দেখিয়ে দিন।
৬) এবার দ্বিতীয় স্ক্রীনশটের তীর চিহ্ন দেওয়া জায়গায় "Click here to start process" এ ক্লিক করুন।


আরেকটা কথা, এই সফটওয়্যার কিন্তু ছোট ইমেজকে বড় করতে পারবে না।
ব্যাস, সফটওয়্যারটি অনেক দ্রুত কাজ করে তাই চিন্তার কোন কারন নেই। আমি ৩০০০ ছবি একসাথে রিসাইজ করেছি।
ডাউনলোডঃ
মিডিয়া আগুন লিংক (Media Fire)
গুগল মামার লিংক (Google Drive)
Zippyshare লিংক
ভুল হলে মাফ করবেন, সফটওয়্যারটি কাজে লাগলে জানাবেন, কাজে না লাগলে বকা দিয়েন
কোন সমস্যা থাকলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন।
আমি মাঝে মাঝে গান গাই আর একটু Compose করি, আমার গাওয়া গানগুলো শুনতে নিচের লিংকে যান।


মিনারের, সাদা "তুমি চাইলেই বৃষ্টি" by সোহাগ
মাহাদির সুনীল বরুনা "তুমি বরুনা হলে হবো" by সোহাগ
অর্ণবের সে যে বসে আছে by সোহাগ

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.