আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিমের চেঞ্জ হলেও চেহারায় চেঞ্জ আসেনা বরং মলিন হয়

অন্যায়, দূর্নীতি এবং অসত্যের বিরুদ্ধে কথা বলে যাব, ফলাফল শূন্যই হোক। আমার বউ বিয়ার পরে ফেয়ার এণ্ড লাভলী ব্যবহার করতো, কিছুদনি পরে বলল আর ফেয়ার এণ্ড লাভলী ব্যবহার করব না, এবার দিতে হবে ঐতুবৃ কিছুদিন পরে আবার বলে এখন দিতে হবে বোটানিক টরোমা এভাবে কত্তোটাযে ক্রিম চেণ্জ করলো হিসাব নেই কিন্তু রিজাল্ট যেই সেই। কি আর বলবো আমাদের প্রাথমিক শিক্ষা একটু লক্ষ করে দেখুন আগকার সময়ে যারা শিক্ষা লাভ করেছেন তারা কোন ধরণের স্কুলে পড়াশোনা করেছেন ? স্কুলের চাল ছিলনা, ছিলনা পাকা দেয়াল। বৃষ্টি হলেই ছ্রাত্র শিক্ষক সবাইকে ভিজতে হতো। পড়াশোনা হতো গাছতলায়, সেই সব স্কুল থেকে বেরিয়ে এসেছিলেন শাহ এ. এম. এস কিবরীয়া, সায়ফুর রহমান, আব্দুল আউয়াল মজুমদার এর মত মানুষ। তখনকার শিক্ষকদের আজকের মত এতো একাডেমিক সার্টিফিকেট ছিলোনা, ছিলানা আজকের মতো সুযোগ-সুবিধা। প্রাথমিক শিক্ষার জন্য গঠন করা হয়েছে কতোনা প্রকল্প- এডিবি, ইউনিসেফ, আইডিয়াল, নোরাড, জাইকা, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-১, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-১, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩ এরকম হাজারো প্রকল্প। একটার মেয়াদ শেষ হয় আরেকটা চালু হয়, উদ্দেশ্যটা কী ? উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়ন, প্রাথমিক শিক্ষার গুণগত মান পরিবর্তন, কিন্তু বাস্তবে কি হচ্ছে ? চলবে .................  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।