আমাদের কথা খুঁজে নিন

   

জানতে ইচ্ছে হয়....... [সংগ্রহীত পোস্ট। নিজ দ্বায়িত্বে পড়ুন এবং বিবেককে প্রশ্ন করুন]

আমার কিছু বলার ছিল লেখক: Jibon Juddhe Porajito Rafi ইদানিং টিভি চ্যানেলের বিজ্ঞাপনে কিংবা নাটকে যে তারুন্যকে উপস্থাপন করা হয়, সে তারুন্যে ছেলেদের থাকে দামী মুঠোফোন,থাকে ল্যাপটপ,সজারুর কাঁটার মত চুল,থাকে ঠোঁটের নিচে বিলাস বহুল দাড়ী,থাকে কানে রিং,হাতে রঙবেরঙের ব্রেসলেট আর ধার করা ইংরেজী মুভীর কিছু সস্তা ডায়লগ,থাকে damn,fuck এর মত দামী ইংরেজী শব্দ আর চারপাশে থাকে চার থেকে পাঁচটা বুবী গার্লফ্রেন্ড। থাকে বিশেষ ভাব বাচ্যে কথা,থাকে দামী কোন রেস্টুরেন্টে খাওয়ার দৃশ্য,ভ্যালেন্টাইনস ডেতে ডায়মন্ড রিং উপহার দেবার কৌশল কিংবা দামী গাড়ীর কাঁচে সানগ্লাস পড়ুয়া বিলাসী গার্লফ্রেন্ডের প্রতিচ্ছবি,যেখা নে গার্লফ্রেন্ড কে বলা হয় জান,জানেমান কিংবা আরো কিছু লুতুপুতু সম্বোধন। এই যদি তারুন্য হয় তবে আমি তরুন নয়। শুধু আমি কেন ঢাকা শহরের অসংখ্য ছেলে যারা আমার মত রাস্তায় হাঁটে,যাদের ঘামে ভিজে যাওয়া দুটাকার নোটে লেগে থাকে অজস্র মায়া,মনে পড়ে বাবা মায়ের কথা। তবে কি আমরা তরুন নই? আমরাও তো চাইতে পারি একদিন,একমুহূর্ত ভালোবাসার অধিকার। দামী রেস্টুরেন্ট না হোক,অন্তত রমনার খোলা মাঠে প্রিয় কারো হাত রেখে হাঁটার। আজ যদি এই হালফ্যাশন তারুন্য হয়,হয় আধুনিকতার অংশ তবে কত সহস্র বছর পেড়োলে আমরা আধুনিক হবো? যে বাংলায় একদিন তারুন্য এনেছিল স্বাধীনতা এনেছিল একটি ভাষা,প্রিয়তমার আঁচলের মত একটি পতাকা,একটি মানচিত্র,সেই তারুন্যে কি ছিল এই আধুনিকতা? এই কৃত্রিমতা? এইসব লোক দেখানো ভালোবাসা। কিংবা মফস্বল থেকে আসা নিছক দরিদ্র যে মেয়ে হিজাব আর বোরখার আড়ালে নিজের পোশাকের দুর্বলতা ঢাকতে ব্যস্ত,পৃথিবীর মুক্ত মঞ্চে দাঁড়িয়ে সে কি পারবেনা দিতে ভালোবাসার ভাষন? সে কি বলতে পারবেনা,আমিও তরুন,আমিও জেগে উঠতে পারি,গাইতে পারি অবিনাশী গান। ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপনে আমিও হতে পারি মডেল,আমার চামড়াও হতে পারে মসৃন যদি রোদ এসে বাঁধা পড়ে দামী গাড়ীর কাঁচে. . . . .কোথায় তারুন্য? মাঝেমাঝে জানতে ইচ্ছে হয়. . . . কপিস্থান:  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.