এখানে ওরা হলো মুজাহিদ, গোলাম আজম, সাকা চৌ. সহ যারা রাজাকার , আলবদর, আলসামস নাম নিয়ে নিজের দেশের ভালো লোকগুলোকেই হত্যা করে উল্লাস করেছে...বা যাদের নির্দেশে হত্যা করা হয়েছে।
আজকে যদি মুক্তিযুদ্ধ নিয়ে ওদেরকে কিছু বলতে বলা হয় , তাইলে ওরা কি বলবে এটা খুব জানতে ইচ্ছা করে। মুজাহিদতো বলেই যে, স্বাধীনতা যুদ্ধে রাজাকার বলে কিছু ছিলো না, এটা ভিত্তি হীন ও কল্পনাপ্রসূত।ওরা এটাও বলে যে ওটা ছিলো গৃহযুদ্ধ। আজ বিজয় দিবসে ওরা ওদের উপযুক্ত স্থানেই (১৪ শিকের ভিতর) আছে। ওদের শাস্তি ধ্রুত কর্যকর হোক আর শাস্তি প্রদান হিসেবে যেন এই দিনটিকেই বেচে নেয়া হয়।
আমার মনে হয় এই দিনটি আসলে ওদের ঘুম হারাম হয়ে যায়। ওদের মনে যেন সুপ্ত ক্রোধ জন্ম নেয়। করন ওরা পরাজিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।