আমাদের কথা খুঁজে নিন

   

সূরা ফাতিহার ফযীলত

যেতে চাই বহুদুর... হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ (সাঃ) হযরত উবাই বিন কাব (রাঃ) কে বলিলেন, তুমি কি পছন্দ কর যে, আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিব যাহার মত কোন সূরা তাওরাত, ইন্জিল, যাবুর, এমনকি কুরআনেও নাই। উবাই বিন কাব বলিলেন হাঁ! হে আল্লাহর রাসূল! আমি তাহা পছন্দ করি, হুজুর বলেন, নামাজ তুমি কি ভাবে পড় অর্থাৎ কি পড়? তিনি সূরা ফাতিহা পরলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলিলেন, যাহার হাতে আমার জীবন সেই সত্তার কসম করিয়া বলিতেছি, তাওরাতে, ইন্জিলে, যাবুরে ও কুরআনে ইহার ন্যায় অন্য কোন সূরা নাযিল করা হয় নাই। ইহা (সাবায়ে মাসানী) সাত আয়াত যাহা বারবার পাঠ করা হয়, ও মহাকুরআনে আমাকে দান করা হইয়াছে।। (তিরমিযী)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।