আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । তিরমিজি শরীফে ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, সাহাবারা কোন এক স্হানে তাবু ফেলিয়াছিলেন । উনারা জানিতেন না যে, সেখানে নিকটেই একটি কবর আছে । হঠাৎ উনারা শুনিতে পাইলেন যে, সেখানে কেহ তাবারাকারাল্লাজি সূরা পাঠ করিতেছে ।
এই ঘটনা হুজুর (সাঃ) এর নিকট প্রকাশ করা হইলে হুজুর (সাঃ) বলিলেন, এই সূরা কবর আযাব হইতে ফিরাইয়া রাখে এবং নাজাত দেয় ।
হুজুর (সাঃ) বলেন, কোরআন শরীফে ত্রিশ আয়াত বিশিষ্ট এক সূরা আছে যাহা আপন পাঠকের জন্য গুনাহ মাফ হওয়া পর্যন্ত সুপারিশ করিতে থাকে । উহা সূরা তাবারাকাল্লাজি । (আবু-দাউদ)
এই সূরা সম্পর্কে হুজুর (সাঃ) বলেন, আমার মন চায় যে সূরা মূলক সমস্ত উম্মতের অন্তরেই থাকুক । একটি রেওয়াতে আসিয়াছে, যে ব্যাক্তি সূরা মূলক ও আলিম-লাম-মিম সিজদা মাগরিব ও এশার মাঝখানে পড়িবে সে যেন শবে ক্বদরে থাকিয়া এবাদত করিল ।
অন্যত্র আছে, যে এই সূরা পড়িল তাহার জন্য ৭০টি নেকী লেখা হইবে ও ৭০টি গুনাহ মাফ হইবে ।
হযরত জাবের (রাঃ) বলেন, হুজুর (সাঃ) এই সূরা এবং আলীফ-লাম-মীম সেজদা না পড়িয়া শুইতেন না । খালেদ-এবনে মা'দান বলেন, এক ব্যাক্তি বড় পাপী ছিলো সে একমাত্র সূরা ছেজদা পড়িত । এই সূরা তাহার উপর আপন পর বিছাইয়া আল্লাহর দরবারে তাহার জন্য সূপারিশ করিল । তাহার সুপারিশ কবূল হইল ও লোকটির প্রত্যেকটি বদীর বদলে একটি করিয়া নেকী হইল ।
তিনি আরও বলেন, এই সূরা আল্লাহর দরবারে ঝগড়া করিয়া বলে, হে আল্লাহ ! আমার পড়েনেওয়ালাকে ক্ষমা কর নতুবা তোমার কিতাব হইতে আমাকে মুছিয়া দাও । উহা পাখির মত কবরে মুর্দার উপর ডানা বিস্তার করিয়া দেয় যেন মুর্দার উপর আযাব না হইতে পারে । এইসব ফজিলত সূরা তাবারাকাল্লাজি সম্পর্কেও বর্ণিত আছে ।
কবর আযাব কোন সামান্য ব্যাপার নহে , মৃত্যুর পর প্রত্যেকেই উহার সম্মুখীন হইবে । হযরত উসমান (রাঃ) যখন কবরের ধার দিয়া যাইতেন তখন কান্নায় উনার দাড়ি ও বুক ভাসিয়া যাইত ।
লোকে জিজ্ঞাসা করিত , আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনাও এত বেশী কান্নাকাটি করেন না, এর কারণ কি ? তিনি বলেন, আমি হুজুর (সাঃ) এর নিকট শুনিয়াছি কবর আখেরাতের প্রথম মন্জিল । যে ব্যক্তি এখানে নাজাত পাইল, তাহার জন্য সমস্ত মন্জিল আছান বা সহজ । আরো শুনিয়াছি কবর হইতে ভয়ংকর দৃশ্য আমি আর কোথাও দেখি নাই ।
আসুন আমরা সূরা মূলক মখস্ত করি এবং কবর আযাব হইতে নিজেদের বেচে থাকার জন্য আল্লাহ দরবারে দোয়া করি । হে আল্লাহ তুমি আমাদের কবর আযাব হইতে হেফাজত কর ।
সূরা মূলক - বাংলা
সূত্রঃ ফাযায়েলে কোরআন । তাবলীগী কুতুব খানা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।