আমাদের কথা খুঁজে নিন

   

রোজকার রোজনমচা

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । মেয়েটি কোথায় ? কোন নিরালায় ? দিকে দিকে খুজে ফিরি কড়া পাহাড়ায় । ঘরে একা বন্দী শুধু বেহালাটা সঙ্গী কেটে যাওয়া সময়ের কত বিচিত্র ভঙ্গি । বসে বিছানার চৌকাঠে আঁকে জানলার ভেজা কাচে হাটে একলা করিডোরে রাখে বালিশটা বাহুডোরে।

কাঁদে নিভৃতে সে প্রতিরাতে লাজে মুখ ঢাকে ভেঁজা আধারেতে । পথভোলা দুঃখ গড়ে তোলে সখ্য চোখ গড়া পানিরা থাকে নিরপেক্ষ । সুর হয়ে যায় প্রাণ কথা হয়ে যায় গান জীবনটা যেন আজ নীরবতা সুনসান। রোজকার ছবিটা যেন হয় কবিতা বিরহ ভর করে চাঁদ হয় রবিটা । এভাবেই কাটে দিন ক্ষত জমা প্রতিদিন বেঁচে থাকা জীবনটা শুধু যেন আশাহীন ।

বাঁচা নাকি মরে বাঁচা পৃথিবীটা যেন খাঁচা এভাবেই রচে যায় রোজকার রোজনমচা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।