আমাদের কথা খুঁজে নিন

   

রোজকার কিছু টুকরো টুকরো কথা আর আমার অমানুষ হয়ে ওঠা



** সকালে কোয়ার্টার থেকে বের হয়ে হাসপাতালে যাবার পথে-- - আপা কি হাসপাতালে যাইতেছেন? -- না, নাচতে যাইতেছি, রঙ্গে আছি তো! ** রোগীর কাছে সমস্যা শুনতে চাইবার পর-- - আমার প্রেসারটা মাপেন তো দেখি। -- আপনার সমস্যাটা বলেন আগে। - আমার গেসটিক, বুক জ্বলে, দেখেন তো প্রেসারটা কেমন, নো প্রেসার নাকি। -- নো প্রেসার হয় মরা মানুষের, গেসটিকের সাথে নো প্রেসারের কোন সম্পর্ক নাই। ** রোগী সমস্যা বর্ণনা করার পর-- - আমারে ভালো কইরা দেইখা ভালো ওষুধ দেন, আমার বাড়ি অনেক দূরে।

-- কাছে বাসা হইলে ভালো ওষুধের দরকার নাই তাইলে। - না মানে এমন ওষুধ দিবেন যাতে সুস্থ হয়া যাই, আমার বাড়ি তো দূরে। -- কাছে বাসা হইলে সুস্থ হওয়ার দরকার নাই, এইটাই তো কইতে চান, না কি? ** রোগীর সমস্যা শোনার পর-- -- আপনার যা সমস্যা তাতে যে ওষুধ লাগবে, সেগুলোর কিছু হাসপাতালে পাবেন, বাকিটা হাসপাতালের সাপ্লাইতে নেই, কিনতে হবে, পারবেন তো? -হাসপাতালে ঐ ওষুধ নাই? -- এতক্ষণ তাইলে কারে কী কইলাম। ** রোগীকে হাসপাতালের ওষুধ দেবার পর-- - আপা দেখেন এই ওষুধ দিছে, আপনে কি এইটাই লিখছেন নাকি। -- জ্বী, এইটাই লিখছি।

- এইটা কি খামু? -- না, বাসায় নিয়া সাজায়া রাইখেন। ** হাসপাতালে এসে ডাক্তারকে পেয়েও যারা দেখাতে চায় না-- - আপা আমারে বাসায় প্রাইভেট দেইখা দেন। -- এখন অফিস আওয়ার, হাসপাতাল ফেলে তো বাসায় যাব না। - আপনে বাসায় কয়টার সময় রোগী দেখেন? --বাসায় রোগী দেখি না, এখানেই বলেন আপনার কী সমস্যা। - আমি তো আপনার বাসায় দেখাইতে চাইছিলাম।

-- এখানেই বলেন, আমি তো বললাম এখানেই রোগী দেখি আমি। - আমি হাসপাতালের ওষুধ নিব না, বাইরে থেকে কিনব। -- সেটা তো আপনার ব্যাপার, কিন্তু আমি দেখব এখানেই। - আপনি বাসায় যাবেন কয়টার সময়? -- যাবোই না আর বাসায়, এই বার কী করবেন কন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।