যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে আমি কেবল ছুটি কেবল পালাই, কেউ কেউ অচ্ছুৎ ভাবে, কেউ কেউটে ভেবে দূর থেকে হাসে। আমি কেবল ছুটি, কেবল মুখ ঢাকি বসত খুঁজি, আঙ্গুল গুনে গুনে বছর শেষ করি, কেবল অপেক্ষা,কেবল মুক্তির গান শুনি গ্রামের এক প্রত্যন্ত প্রান্তর থেকে, যে শহরে একদিন আমি দাবড়িয়ে বেরিয়েছি, সেই শহর ছেড়েছি নিতান্ত মানুষের দৈন্যতা দেখে, আমি কেবল খুঁজি,ছুটি,হাল ধরার মানুষ দেখি। আমি শহর ছেড়ে বাড়ির পাশে নদীর ঢেউয়ে জীবনের ছন্দ খুঁজি,আহ!ছন্দ; আমি গণ মানুষের কথা শুনি, মুখ টিপে এলিটের হাসি দেখি আমার দিকে ব্যঙ্গোক্তির ; আমি আবার ছুটি, নিজের বসত খুঁজি, বন্ধু খুঁজি, যে বন্ধুর পথ পাড়ি দিয়ে আমার বাকিটা পথ ফেরত দিবে নিঃস্বার্থে, আমি সেই বন্ধু খুঁজি। আমি ছুটি, গান শুনি বাউলের, রেইল লাইন ধরে পাথরের মায়ায় রেইল লাইন দেখে অবাক হই, সমান্তরালের ভালোবাসা আটকে আছে এই নির্জীব পাথরের। আমি খুঁজি, ছুটি কেবল ছুটি,আরেকটু প্রশান্তময় পথ পাওয়ার আশায় ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।