তাশফী মাহমুদ
সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী শনিবার অর্থাৎ ১৪ আগস্ট থেকে ঈদুল ফিতর পর্যন্ত ছুটি থাকার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের এ সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পবিত্র মাসের ১০ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণার প্রস্তাব দেয়। এর আগে যানজট নিরসনে ব্যবসায়ী ও ঢাকা মহানগর পুলিশ পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছিল।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, বার্ষিক শিক্ষাপঞ্জিতে ১২ রমজান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু যানজট, শিক্ষক-শিক্ষার্থীর দুর্ভোগসহ বিভিন্ন বিষয় চিন্তা করে আগামী শনিবার থেকে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।