আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পত্রিকা । ভুয়া , কিন্তু বিনোদনে ভরপুর !

!স্লেট কিংবা খাতা ,সর্বত্রই লেখি যা তা! পেপার নিয়মিত পড়া হয় না অনেকদিন । আজকে আরেক জায়গায় মঙ্গলবারের প্রথম আলো টা পড়ার জন্য হাতে নিয়েছিলাম । মঙ্গলবারের ইস্পিসিয়াল আয়োজন 'নকশা' টা পড়তে গিয়ে খেয়াল করলাম , আমি কি পড়তাসি এইটা ?!! চোখের উপর রঙ দেয়া নিয়া ৩ পাতার বিশাল আয়োজন । নির্মল বন্ধুত্ব নিয়াও একটা আর্টিকেল চোখে পড়লো যেখানে ছেলে-মেয়ে মিশ্রিত জটলা । আমি এটার বিরুদ্ধে কিছু বলতে যাচ্ছি না ।

পত্রিকা গুলা খবরের অভাবে যা করে তা রীতিমত অবাক ই করে আমাকে !! নকশার বিচিত্র আর্টিকেল প্রসঙ্গে ফিরে আসি । কয়েকমাস আগে নকশার একটা লেখা পড়ে আমার দম আটকে আসার উপক্রম হয়েছিল ! লেখা টা ছিল কিভাবে চামচ পরিষ্কার করতে হয় !!! পুরো ১ পাতা চামচ পরিষ্কারের বর্ণনা । সিরিয়াসলি , এই লেখা কেউ লিখতে পারে তার ন্যূনতম ধারনাও আমার ছিল না । আরেকবার পরেছিলাম বিয়ের আগের সাজ । এইটা আরো ২ কাঠি সরেস ।

৬ মাস আগের সাজ ,৩ মাস আগের সাজ , ১ মাস আগের সাজ ,১ সপ্তাহ আগের সাজ , গায়ে হলুদের সাজ , বিয়ের আগের রাতের সাজ !! সে এক ভয়াবহ অবস্থা!! আমার প্রশ্ন বিয়ের তারিখ ৬ মাস আগে সুনিশ্চিত হয় কয়জনের !! এতো গেলো নকশা কাহিনী । আরেকটা ব্যাপার আজকে খেয়াল করলাম ! বুয়েটের চলমান সংকট নিয়ে প্রত্যেক দিন ই বিশাল ভাবে উদ্বিগ্ন ছাত্রীর ছবি সহ খবর ছাপা হয় । আজকে ছাত্রও ছিল । কিন্তু অই ছবি দেখলেই বুঝে নিতে পারবেন ছবি তে থাকা একমাত্র মেয়েটির দিকেই স্থূলভাবে ফোকাস করা হয়েছে ! আরো আছে , এস এস সি , এইচ এস সি (এখন আরও যোগ হয়েছে জে এস সি ও পি এস সি) পরীক্ষার আগে আগে শিক্ষক দের পরামর্শ সম্বলিত একটা ছোট ম্যাগাজিন দেয়া হয় । আমার স্মরণকালে আমি সেগুলার প্রচ্ছদে কোন ছেলের ছবি দেখি নাই ।

আমি মেয়েদের ছবি ব্যাবহারের বিপক্ষে না । কিন্তু ছেলেদের ছবি কখনোই ব্যাবহার না করার কারণ টা কি!>! আর মেয়েদের ছবি এভাবে ব্যাবহার করার উদ্দেশ্য টাই বা কি?! আসলে সাংবাদিকরা এসব কেন করে সে ব্যাপারে আমার অনুমান করা ছাড়া বোধ করি আর কিছুই করার নাই । আমি এটাও জানি না আর কারো চোখে এই ব্যাপার গুলো দৃষ্টিকটু বলে মনে হয়েছে কিনা ! বিচিত্র এ দেশ । তার চেয়েও বিচিত্র এ দেশের মানুষ !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.