আমাদের কথা খুঁজে নিন

   

দু'টি পত্রিকা কাটিং

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

ওরাই আমাদের দেশের হর্তা ও কর্তা ।

একজন সাবেক ছাত্র নেতা থেকে প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, আবারো হয়তো অচিরেই তিনি আমাদের সংসদ কে আলোকিত করতে আসছেন । সুতরাং একজন কারা কর্মকর্তাতো রাষ্ট্রের একজন সাধারণ কর্মচারী মাত্র । ওর উপর হাত তুলতে তো সাবেক সংসদ সদস্যের পাঁচ-সাত ভাবার অবকাশ নাই। সুতরাং একজন কারা কর্মকর্তার উপর অনায়াসেই তিনি হাত তুললেন । আরেকজন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন তিন তিন বার নির্বাচিত বাংলাদেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের মেয়র, তিনি তার নিজ দলীয় ভোট ছিনিয়ে নিবেন ।

এটা তো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই । তাই তিনি অবলীলায় তাই করলেন । এবং নিজের লোক দিয়ে ভোট গননার পর তিনি ১ম স্থান অধিকার করছেন বলে ঘোষণা দিলেন । কারণ চট্টগ্রাম আওয়ামীলীগের তিনিই যে মা ও বাপ । এই দুটি আলামত কিসের বলতে পারেন কি কেউ ? আমরা কি আবারো সেই আগের অবস্থায়ই ফিরে যাওয়ার প্রস্ততি নিচ্ছি ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।