আগামী ১৯ অক্টোবর’১২ শুক্রবার, চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে চট্টগ্রামে প্রথমবারের ন্যায় লেখক-পাঠক সম্মেলন ও ইসলামী পত্রিকা প্রদর্শনীর আয়োজন করবে ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশ। ১৯ অক্টোবর সকাল ১০ টায় আন্দরকিল্লা মসজিদ চত্বরে ইসলামী পত্রিকা প্রদর্শনীর উদ্বোধন এবং একই সময়ে সম্মেলনস্থলে লেখক পাঠকদের উপস্থিতিতে প্রদর্শনীতে অংশ নেয়া পত্রিকাসমূহের উন্মক্ত মতবিনিময় অধিবেশন আয়োজনের কথা রয়েছে। একই মিলনায়তনে বেলা ২.৩০ ঘটিকা থেকে লেখক-পাঠক সম্মেলনের প্রধান অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন, মাসিক মুঈনুল ইসলাম এর সম্পাদক ও দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী, বিশেষ অতিথি থাকবেন, মাসিক আত্-তাওহীদ সম্পাদক ও আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতী মুহাম্মদ আবদুল হালীম বুখারী। সভাপতিত্ব করবেন, মাসিক আল-হক সম্পাদক, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ ব্যুরো প্রধান ও জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম এর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। বক্তব্য রাখবেন, দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারীর মুহাদ্দিস ও স্বনামধন্য হাদীসবিশারদ, লেখক, গবেষক আল্লামা হাফিজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, মাসিক মদীনার ব্যবস্থাপনা সম্পাদক ও সাপ্তাহিক মুসলিম জাহান সম্পাদক আলহাজ্ব মোস্তফা মঈনউদ্দীন খান, মাসিক সংস্কার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন, মাসিক দ্বীন-দুনিয়া সম্পাদক মুহাম্মদ জাফরুল্লাহ, মাসিক মদীনার পয়গাম সম্পাদক শহিদুল ইসলাম কবির, মাসিক আত্-তাওহীদ এর সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও মাসিক দাওয়াতুল হক এর সহকারী সম্পাদক হাফেজ মাওলানা মোশতাক আহমদসহ বিশিস্ট লেখক, সম্পাদক, ইসলামী চিন্তাবিদগণ। উক্ত লেখক সম্মেলন ও ইসলামী পত্রিকা প্রদর্শনীতে লেখক, পাঠকদেরকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানানো হয়েছে। শহিদুল ইসলাম কবির জয়েন্ট সেক্রেটারী জেনারেল ০১৯২৬১৮৩৬২৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।