মতপ্রকাশের স্বাধীনতা মানে কিন্তু যা খুশি তাই বলা নয়। স্বপ্ন দেখে কি করবো বল? বাস্তবে যে শূন্য হাসে! আকাশ দেখে কি করবো ছল? কান্না গড়ায় বন্য ঘাসে! লুটোপুটি খাই তবু স্বপ্নে, মায়ারে মায়া শুধুই মায়া.. কষ্ট আমার বিশাল দিঘি, দিঘির জলে এ কার ছায়া?? ভাবের ঘরে সিঁদ কেটে যাই, হাতাই-টোকাই কিছুই না পাই! হাতড়ে ফিরি শূন্য মাঝে, হাতটা শুধুই শূন্যে বাজে! শূন্য শূন্য, শূন্য সবই.. মায়াগুলি সব শূন্য কবি! পুনশ্চঃ হুদাই আউলায় আছি!!! ঝাউলা বাউলা ভাব। মুরশিদের অভাবরে আমার মুরশিদের অভাব!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।