আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা গান (জেমস আর আনুশেহ এর), একটু আউলানো



আজকে মোবাইল এ র‌্যান্ডম মোড এ গান শুনছিলাম। আমার সেট এ প্রচুর গান আছে আর অনেক গুলা ফোল্ডার ধরে কপি করা তাই কি কি গান আছে পুরা লিস্ট নিজেও জানিনা। হটাৎ শুনি জেমস এর একটা গান " যে পথে পথিক নেই"। গান টা কিছুই বুঝলাম না, কয়েক বার শুনার পরে সিদ্ধান্ত নিলাম যে এই গান আমার বোঝার বাইরে। পরের গান টা ছিলো "বাংলা" ব্যান্ড এর- লালন গীতি "আমি অপার হয়ে বসে আছি"।

। শুনতে ভালই লাগছিলো। প্রথম প্যরা ভাল, দ্বিতীয় প্যরা ও ভাল, প্যাচ লাগলো তৃ্তীয় প্যারায়। লালন এর এই গান টি তে একটা লাইন আছে " আমি নাম শুনেছি পতিত-পাবন" সেটা শুনলাম আনুশেহ গাইছেন "আমি নাম শুনেছি পথিক পবন" । ভাবলাম ভুল শুনছি, তাই রিপিট দিলাম।

তাতে কনফার্ম হলাম যে ভুল শুনিনি, আনুশেহ সত্যি গাইছেন "পথিক পবন"। পতিত-পাবন এর মানে হল পাপী দের রক্ষাকর্তা। লালন গানটি তে সৃষ্টিকর্তার শরন নিয়েছেন, আর তা আনুশেহ বানালেন পথিক পবন। বাংলার কাছে আমি এই ধরনের অসতর্কতা আশা করিনি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।