আমাদের কথা খুঁজে নিন

   

নুনু মিয়াঁর দীর্ঘশ্বাস

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । জনৈক মনীষী বলেছেন, 'পাপীকে নয়, পাপকে ঘৃণা কর'। যুগে যুগে এই বাক্যটি পরিণত হয়েছে একটি প্রবাদ বাক্যে। কিন্তু কি শিখেছে আমাদের আধুনিক সমাজ।

এই সমাজে নুনু মিয়াঁরা আজো ঘৃণিত, পাপ তাঁকে নিজ কালিমায় ঢেকে দিয়েছিল, হয়তো তাঁর পাপী সত্ত্বা ছিল সকলের সম্মুখে। তাই তথাকথিত সভ্য মানুষের হাতে বিচার হল পাপীর। পাপ রয়ে গেলো মানবতার বিবেচনায় নিরপরাধ। গ্রেফতার হবার পর র‍্যাব নামক বিভীষিকার হাতে নির্মম ভাবে নিহত হন সন্ত্রাসী 'নুনু মিয়াঁ'। তাঁর এই নির্মম হত্যাকাণ্ডে মানবাধিকারের নুয়ে থাকা নুনু পুরো খাড়া হয়ে যায় ।

তাই মানবাধিকার সংস্থাগুলো আজ সাধারণ মানুষের চেয়েও সন্ত্রাসীদের অধিকার রক্ষায় বেশী সোচ্চার । (এটি একটি রম্য রচনা যাতে ভুল বোঝার অবকাশ নেই, নিকৃষ্ট সন্ত্রাসীদের মৃত্যুই আমার কাম্য। মানবাধিকার সংস্থাগুলোর সন্ত্রাসী এবং মানবতাবিরোধীদের মানবাধিকার রক্ষায় হাস্যকর কার্যক্রমের বিরুদ্ধে এটা আমার রম্য প্রতিবাদ) বিঃদ্রঃ নুনু মিয়াঁ চরিত্রটি একটি বাস্তব চরিত্র। র‍্যাব এর ক্রমবিকাশের প্রথমার্ধে এই সন্ত্রাসী ক্রসফায়ারে মৃত্যুবরণ করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।