আমাদের কথা খুঁজে নিন

   

দূরে বহুদূরে, হৃদয়ের আঙ্গিনা ছেড়ে -সজিব তৌহিদ

I am waiting for someone and I know she will ever come. অনেক আগে থেকেই মনের ভিতরে এক নিরব স্বপ্ন ছিল । আমি যাকে ভালোবাসবো সে হবে স্বাধীনচেতা, মক্তমনা, ব্যক্তিত্ব্সম্পন্ন। তার সতন্ত্র সত্বা থাকবে, অস্থিত্ব থাকবে স্বাধীন। প্রকৃতির মত মৌলিক গুণ থাকবে তার। তার একটা নিজস্ব জগৎ থাকবে ।

সে জগতে আমি কোন দিন হস্তক্ষেপ করবো না। মনের মত করে মেলাতে পারিনি বলে প্রেম করা হয়ে উঠেনি। যাহোগ, শিক্ষার্থী জীবনের বৃদ্ধ বয়সে এসে সৃষ্টিকর্তা আমার স্বপ্নকন্যার সন্ধান দিলেন। আমি সেই স্বপ্নকন্যাকে স্বপ্নের চেয়ে বেশি ভালোবাসি। হঠাৎ আইলা এসে আমার স্বপ্নের চৌদ্দটা বাজিয়ে দেয়।

যেসব বিশেষ গুণ দেখে আমি তাকে পছন্দ করি, ভালোবাসি। এখন দেখি সেসব গুণ কৃত্রিম, বানোয়াট, লোক দেখানো । বিশেষত আমাকে ভুলানো। নিজেকে খুব বেশি বোকা মনে হলো এই ভেবে যে, আমি জীবনে যাকে সত্যিকার অর্থে প্রথম ভালোবাসলাম । সে ছিল ব্যক্তিত্বহীন, অস্থিত্বহীন, স্বাধীন সত্বাহীন, বিবেকহীন, মনুষ্বত্যহীন নারী পশু ।

সে একজন মানুষের পোষ মেনেছে, পশুত্ব স্বীকার করেছে, দাসত্ব মেনে নিয়েছে। গোলামি করছে প্রতিক্ষণ। আমার কাছে এসে মহান সতন্ত্র, অস্থিত্বসম্পন্ন, সহজ-সরল, আন্তরিক মানবী হবার অভিনয় করেছে। এমন কৃত্রিম অভিনেত্রীকে আমি ঘৃণা করি । জঘণ্য ঘৃণা কিরি।

“ I hate Himi. I hate you.” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.