তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
তাকে আমি হারাই দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে।
আজকাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মত আমার ছায়ায়।
ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে একলা রাতে অন্যমন।
সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকী
আবেগ সবই তার তো ফাঁকি।
এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল
বিছানায় সে ফিরবে পাশ।
- মহীনের ঘোড়াগুলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।