সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়।
কাছে গেলে, খুব কাছে গেলেই কেবল
বুঝতে পারি, আমার বর্বরোচিত অসভ্যতা
অসভ্য দিকগুলো, আজরাঈলিপনা
তোমার পুরো মাংসপিন্ডের সাথে লড়াই
ঈষৎ প্রকম্পন আর মসৃণ স্পর্শে
আমার বিপ্লব, ঠিক এভাবেই কাত হয়ে যায়
নতুনভাবে, আবার জেগে উঠি
এ তো কেবল ঘুম থেকে জেগে ওঠা নয়
রণনীতি বদলাই, পুরনো হাতিয়ার
কাছেই পড়ে থাকে, থাক না, এভাবেই!
নতুন চকমকে হাতিয়ার নিয়ে
সূর্যটা নিভিয়ে দিতে বলি, নিভে যায়
এবং অতঃপর, যুদ্ধটা মিলিয়ে গেলে
ইচ্ছা অথবা অনিচ্ছার দোল পুরোই শেষ হলে
মনে হতে থাকে, বারবার মনে হয় এখন
দূর হয়ে আসে, দূরীভূত হয়ে যাই, আমিই
দূরত্ব কথা শোনে না কিছুতেই
চিৎকার করে, চেচামেচি করে যায়
বলে, এই দূরত্ব মৌনশব্দে বলে
আমার কাছে, চলে এসো, আয় না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।