আমাদের কথা খুঁজে নিন

   

দূরে বহু দূরে ঐ নীল আকাশে.........একটি স্মৃতিবিতা

CONNECTION FAILED
স্কুলের খোলা মাঠে কবে যেন আউড়েছি কবিতা আর সুরের তাল লয় নিয়ে- কত্তদিন ঘন্টার পর ঘন্টা অনায়াসে আড্ডা আর জমে না ক্লাস শেষের কি যে তীব্র প্রতীক্ষা ঘন্টা বাজলেই দৌড়ছুট,আইসক্রীম, আর হাওয়াই মিঠাইর রাজ্যে- অট্টহাসিতে হারিয়ে যাওয়া কত্তদিন যে হয় না! সকাল হলেই সময় যেন লাগামহীন ঘোড়ার মত ছুটে যায় দিক-দিগন্তে,দিন-দিনান্তে! কবে যেন নরম ঘাসের স্পর্শে সবুজ হত মলিন মনটা। উচ্ছ্বাস-উল্লাসে সময় আর আমি মুহূর্তেই স্বপ্নের খেয়া পাড়ি দিতাম সবই আছে শুধু স্পন্দন নেই কোন কিছুতেই যেন জীবন নেই! সেই কবে কিসে যেন বেঁচে ছিলাম এখনও আছি,তবে বেঁচে না মরে দোদুল্যমান এ প্রশ্নের মাঝে! সেই কবে জীবনটাকে খুব কাছ থেকে স্পর্শ করেছিলাম আমি,সেই কবে। প্রকৃতির নিয়মে এখনও সব যাচ্ছে আসছে শুধু কখন যেন,এই আমাকেই ফাঁকি দিয়ে উড়ে গেছে আমার, দেহ-পিঞ্জিরার ছোট্ট প্রাণ পাখি দূরে বহু দূরে ঐ নীল আকাশে.........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.