আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি আর চাতক-চাতকী

দূর্যোগের ঘনঘটা, প্রলয় আসছে ধেঁয়ে; নিরাশ্রিত চাতক পাখি, কিংকর্তব্যবিমুঢ় চেয়ে! ভেঙে চুরমার খড়কুটোয় গড়া, ছোট্ট শৈল্পিক বাড়ি, ঠায় দাঁড়িয়ে চির সবুজ হাজারো বৃক্ষ সারি সারি! বিদ্যুৎ চমকে রুপালি আকাশ, এই বুঝি এলো বৃষ্টি! হচ্ছে কি সব, করছে প্রকৃতি এ কেমন অনাসৃষ্টি! একটু পরেই থেমেছে দূর্যোগ উঠেছে সূর্য হেসে, কাঁদছে চাতক, ভেঙেছে তার ঘর, কালবৈশাখী এসে! হাজারো পাখির কল-কাকলিতে খুঁজছে চাতক, চাতকীকে! কোথা গেলো হারিয়ে প্রিয়তমা চাতকী, দিচ্ছে গালি প্রকৃতিকে! (চলবে, যদি আপনাদের বিষয়বস্তু ভালো লাগে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।