আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।

এইযে তোমাকে যখন আমি অনুভব করি, স্পর্শ করি স্তনবটিকায়, তোমার নিশ্বাসের তাপ যখন উত্তপ্ত করে আমায় শরীরের প্রতিটি কোষে, অবগাহন করি যখন তোমার আধভেজা ঠোঁটের অতলে খুব উদ্বাহু আলিঙ্গনে, শৃঙ্গারে মৈথুনে যখন আমাদের মেধা ঈর্ষা ক্রোধ অতীত ও বর্তমান লোপ পায় জংঘা ও পুরুষাঙ্গের তুরীয় উন্মিলনে- তখন, ঐ অগ্নু্ৎপাতের মুহুর্তেও, তুমি নারী যেন উন্মোচন ক'রো আমায় প্রকৃতির অংশ হিসেবে শুধু; পুরুষ হিসেবে নয়, কক্ষণো নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।