এক সময় শিক্ষাকে জাতির মেরুদন্ড বলা হত। এখন শিক্ষিত সমাজ শুধু শিক্ষাকে জাতির মেরুদন্ড বলে না।সুশিক্ষাকে জাতির মেরুদন্ড বলতে হচ্ছে। কু শিক্ষার ক্ষতিকর প্রভাব সমাজ, জাতি বা দেশ তথা বিশ্বের উপর পড়তে শুরু করেছে। বিজ্ঞান এখন পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করেছে। প্রকৃতি, পরিবেশ প্রতিনিয়ত বিজ্ঞানের কল্যাণে পরিবর্তিত হচ্ছে। প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করলে যে কি হয় জাপানের সর্বশেষ সুনামি তার প্রমাণ। প্রকৃতি আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি প্রকৃতির এই শিক্ষা গ্রহণ না করি তবে নিজের ধ্বংস নিজেরাই ডেকে আনব এবং শুধুই অন্যকে দোষারুপ করব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।