ক্যাকটাসের কাঁটা জালে বন্দী সময় বয়ে যাক সময়ের হাত ধরে আমি অপেক্ষায় বসে থাকব তোমার আমারই ঘরে যাবো না কোথাও যদি এসে ফিরে যাও? সময়ের হাত ধরবো না আর অভিমানে করবো না হাহাকার সময়ের কথা বলে ধরব না তোমার ক্যাকটাসে ভরা হাত কাঁটা ফুটিয়ে যাও অবিরত হাঁটব না তোমার সাথে পথ আর সময়কে অতিক্রম করে। যদি ক্যাকটাসে কাঁটায় বিধিয়ে ধরে রাখ আমায় ঠিক ঐ পাখিটার মত করে? আজ আমার মত পাখিটাও ছটফটে মরে ডানা ঝাপটায়, তবু উড়ে যেতে না পারে ক্যাকটাসে পা বেঁধে; তুমি তো সেই কবে থেকে আমাকে বেঁধে রেখেছ তোমার ক্যাকটাসের কাঁটা জালে। সময় বয়ে যাক সময়ের হাত ধরে আমি অপেক্ষায় বসে থাকব তোমার আমারই ঘরে যাবো না কোথাও যদি এসে ফিরে যাও? সময়ের হাত ধরবো না আর অভিমানে করবো না হাহাকার সময়ের কথা বলে ধরব না তোমার ক্যাকটাসে ভরা হাত কাঁটা ফুটিয়ে যাও অবিরত হাঁটব না তোমার সাথে পথ আর সময়কে অতিক্রম করে। যদি ক্যাকটাসে কাঁটায় বিধিয়ে ধরে রাখ আমায় ঠিক ঐ পাখিটার মত করে? আজ আমার মত পাখিটাও ছটফটে মরে ডানা ঝাপটায়, তবু উড়ে যেতে না পারে ক্যাকটাসে পা বেঁধে; তুমি তো সেই কবে থেকে আমাকে বেঁধে রেখেছ তোমার ক্যাকটাসের কাঁটা জালে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।