আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাকটাসের উল্লাস

আমি একজন লেখক সেদিন- চাঁদ যে আনন্দে হেসেছিল ফুলেরা আনন্দে নেচেছিল হাস্নাহেনা ঘ্রাণ ছড়িয়েছে রজনী পেরিয়ে ক্রমাগত। বলেছিল থামবেনা জনমে সুবাস ছড়াবে অনাগত। তাই, পাখিরা ঠাঁই নিয়েছে বনে সুরেলা গানের ডালি নিয়ে মনে। আজতো- চাঁদের ফুলগুলো হারিয়েছে অজানায় সুরেলা পাখিরা যে বিরহের গান গায়। হাস্নাহেনা রাখেনি কথা খুঁজি তারে আশপাশ চাঁদের মাঝে শুধুই আজ ক্যাকটাসের উল্লাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।