মাস দুই আগে আমার এক আত্নীয়কে বিদায় জানাতে হযরত শাহজালাল(রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে গেলাম। বিমানবন্দরে ঢুকে সামনে এগুতেই আমার নজরে পড়লো টার্মিনাল-২ এর সামনের খালি জায়গাতে(আগে যেখানে গাড়ী পার্কিং ছিল) অনেক ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ অব্যবস্থাপনা দেখে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আশা করে ছিলাম যে কিছুদিনের মধ্যে কাজ সেরে বন্দরের শ্রী বৃদ্ধি করা হবে।
গতকাল আবার বিমানবন্দরে যেতে হল লন্ডন ফেরত মামাকে রিসিভ করতে।
গিয়ে দেখি যে দুই মাস আগে যেভাবে ইট গুলো এভাবে পড়েছিল এখনো সেভাবেই আছে। সাথে আরো যোগ হয়েছে বালুর স্তুপ যা বাতাসে উড়িয়ে নিয়ে বিমানবন্দরের সৌন্দর্য্য ই নষ্ট করছে না, পরিবেশকেও দুষিত করছে। এ যেন দেখার কেউ নেই। এইবার শুধু মনই খারাপ হল না বরং কর্তৃপক্ষের উপর রাগ ও হল। আমি জানি আমার এই মন খারাপ হওয়া বা মেজাজ গরমে তাদের কিছু আসে যায় না।
বিদেশীরা এসে সর্বপ্রথম যা দেখতে পায় তা হল বিমানবন্দর। আর প্রথমেই যদি এ ধরনের ইম্প্রেশন তৈরি হয় তাহলে আমাদের ভাবমুর্তিটা কই থাকে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।