আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..
মাননীয় প্রধান মন্ত্রী ,,
এবং দেশের বিজ্ঞ বুদ্ধিজীবীদের কাছে আমার একটি নিবেদন ও কিছু প্রশ্ন .....
বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের একটি ছোট্ট বদ্বীপ ।
যে দেশের শতকরা ৭৫% মানুষ কৃষি কাজে জড়িত । এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এই কৃষির প্রভাবে প্রভাবিত হয় ....।
যে দেশে কোটি কোটি মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বসবাস করছে ..।
এখনও উত্তারাঞ্চলের মানুষেরা এই শীতে অসহনীয় কষ্ট ও পেটের জ্বালা নিয়ে জীবনযাপন করছে ...
শীতের দাপটে সামান্য একটু গরম কাপড়ের অভাবে অসহনীয় কষ্ট সহ্য করতে না পেরে মারা যাচ্ছে বৃদ্ধ ও শিশুরা ...।
সিডর বিধস্ত খুলনা বাগেরহাট এলাকার অনেক মানুষ এখনও লবনাক্ত পানির মাঝে থাকতে না পেরে জমিজায়গা বসতবাড়ি ফেলে অন্য জায়গাতে চলে যাচ্ছে ....।
বেকার যুবকেরা একটু বেঁচে থাকার মত চাকরী বা কাজ না পেয়ে সন্ত্রাস , চুরি ডাকাতি বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে ..।
এখনও যে দেশে সবার জন্য চিকিৎসা ব্যাবস্থা নিশ্চিত করতে পারেনি দেশ শাসনের ভার নেওয়া গত ৪০ বছরের সব গুলো সরকার ....।
এখনও মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত । এতিম অসহায় শিশুগুলো আমাদের সমাজপতিদের দেওয়া "টোকাই" নাম নিয়ে বড় হচ্ছে রাস্তার কুকুরের মত .....।
সেই বাংলাদেশে শত শত কোটি টাকা খরচ করে আরও একটি বিমান বন্দর কেন প্রয়োজন ...???
এতটুকু একটা দেশে ৪টি বিমান বন্দর থাকা সত্বেও আবার কেন বিমান বন্দরের প্রয়োজন ...???
হাজার হাজার একর ফসলী জমি , গরীব মেহনতি মানুষগুলোর মাথা গোজার ঠাঁই ঐ ছোট্ট বাড়িঘর গুলো কেড়ে নিয়ে বঙ্গবন্ধুর নামে বানানো হবে বিমনা বন্দর .....
বঙ্গ বন্ধু কি দেশের জন্য এই চেয়েছিলেন .....????
তাঁর ভাষনে তো শুনি দেশের মানুষের কল্যাণের জন্য , দু-বেলা দু-মুঠো ভাতের জন্য তিনি এই দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন ....।
আমরা হয়তো অতি সাধারণ জনতা । অনেক কিছুই বুঝি না । আমরা নয় মাস যুদ্ধ করে এই মাটির জন্য তিরিশ লক্ষ প্রান বিসর্জন দিয়েছিলাম ...।
মাটিতে পা দিয়ে হাটতে আকাশ পথে উড়ে বেড়াবার জন্য নয় ...।
কারণ আকাশে ওড়ার মত সামর্থ্য এদেশের এখনও ১০% মানুষেরও হয়েছে কিনা সন্দেহ ।
আমরা দেশের উন্নতি চায় , নিজেদের বেঁচে থাকার মত একটা সম্বল চায় । আমরা ভাত চায় ,, আমাদের চা খেতে দেবার আশা দেখাবেন না .....
আপনারা নরম বিছানায় কম্বলের তলে রাত কাটান ..। এসি গাড়ি এসি বাড়ী আরও কত সুযোগ সুবিধা ......
আসুন, একদিন ঐ রাস্তার পাশে চটের ছালা গায়ে দেওয়া টোকাই ছেলেটার সাথে রাত কাটিয়ে দেখুন কেমন লাগে ........
আর যদি মেরেই ফেলতে চান তবে,, তিলে তিলে না মেরে একবারে মেরে ফেলুন ....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।