SEQUENCE 01
INT - OLD BOOK SHOP – DAY
অগোছালো দোকান। এক কোনে ময়লা পড়া সিগমুন্ড ফ্রয়েডের ছবি।
চেয়ারে বসে বিষন্ন নয়নে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কবির, দুই হাত মাথার পিছনে, প্লাষ্টিকের চেয়ারটাকে রকিং চেয়ার বানিয়ে দুলছে।
জামানের প্রবেশ।
জামান
কি কবির ভাই, এরকম গোমড়া মুখ করে বসে আছেন কেন? ছ্যাকা খেয়েছেন নাকি?
উত্তরের অপেক্ষা না করেই কবিরের সামনের চেয়ারে বসে পড়ে।
কবির
জামানের প্রশ্ন যেন কানেই ঢুকেনি। তারপর হঠাৎ দোলা থামিয়ে দেয়।
নাহ্।
পুনরায় দুলতে শুরু করে।
জামান
আচ্ছা, তাহলে তো বেশ ভালো কথা।
(প্রসঙ্গ পালটে)
গতকালের আলোচনায় আপনার একটা কথা আমার খুব মনে ধরেছে। আপনি বলেছিলেন, দেশে যেন যৌন চর্চা স্বাধীণ করা হয়, একসিলেন্ট ভাবনা!
একটি সিগারেট ধরায়, আরেকটি কবিরের দিকে বাড়িয়ে দেয়, কবির নেয় না, হাত নামিয়ে নেয় জামান।
জামান (CONT`D)
ভেবে দেখলাম এর ফলে বর্তমানে নারী পুরুষের মধ্যে পরস্পরের প্রতি যে অশ্লীল আকর্ষন বিদ্যমান তা একেবারেই থাকবে না। এতে করে দেশে নারীর উপর যে যৌন অত্যাচার হয় তাও কমে আসবে এবং দেশে পতিতালয়ের কদর থাকবেই না বলতে গেলে।
কবিরের দিকে মুখ বাড়িয়ে দেয় জামান।
জামান (CONT`D)
কেননা তখনতো আর বিবাহবর্জিত সম্পর্ক অবৈধ নয়, যৌন চাহিদাও লজ্জা বা লুকানোর ব্যাপার নয়।
পূর্বের অবস্থায় ফিরে আসে জামান।
জামান (CONT`D)
কবির ভাই, শুনছেন তো?
কবির কোন কথা না বলে চুপচাপ থাকে এবং কথা যে শুনছে এর প্রমাণ স্বরূপ দোলা থামায়।
জামান (CONT`D)
তো ভাই যা বলছিলাম, আমাদের মত গরীব এবং অশিক্ষেতের দেশে এরকম উঁচু স্তরের ভাবনা কিন্তু একদিনে সবার দ্বারা গৃহীত হবে না, এর জন্য সংগ্রাম চালাতে হবে বহুদিন।
থেমে দম নেয় জামান।
কবির এক দৃষ্টিতে জামানের দিকে তাকিয়ে থাকে।
জামান (CONT`D)
এবং তার আগ পর্যন্ত যাদের যৌন চাহিদা পরিপূর্ণ ভাবে পূরণ হয় না, হোক বিবাহিত বা অবিবাহিত, তাদের কিন্তু পতিতালয় ছাড়া গতন্তর নেই। এক্ষেত্রে আবার নারীরা এ সুজোগ পাবে না, তাদের অপেক্ষায় থাকতে হবে সেই সুদিনের জন্য যেদিন যৌন হবে অবাধ।
কবির চুপ থাকে। জামান প্রসঙ্গ পাল্টায়।
জামান (CONT`D)
আজ না আপনার আর সোহেল ভাইয়ের যাবার কথা, বিশেষ কাজে, গিয়েছিলেন নাকি?
কবির
(রূঢ় গলায়)
জামান ভাই যদি একটু চুপ থাকতেন তো ভালো হয়, আমার প্রচন্ড মাথা ব্যাথা।
জামান
(অপমানিত)
অ, আচ্ছা। সরি ডির্স্টাব করার জন্যে, আজ তবে উঠি।
কবির
আচ্ছা যান।
CUT TO
SEQUENCE 02
EXT – IN FRONT OF OLD BOOK SHOP – DAY
জামান দোকান থেকে বের হতেই সোহেলের সাথে দেখা হয়।
সোহেল
কি ব্যাপার? আজ এতো তারাতারি চলে যাচ্ছেন?
জামান
কি করব আর। কবির ভাইয়ের দেখলাম মন মেজাজ বিশেষ সুবিধার নয়।
সোহেল
তা তো থাকবেই না, অন্তত এরকম পরিস্থিতিতে...
(প্রসঙ্গ পালটে)
চলেন চা খেয়ে আসি।
CUT TO
SEQUENCE 03
EXT – TEA STALL – DAY
দুজন বসে আছে। দোকান থেকে ভেসে আসছে গান, “যৌবন আমার লাল টমেটো...” দোকানদার চা দেয়।
জামান
(দোকানদারকে)
সাউন্ডটা কমিয়ে দেন।
মাথা ঝাকিয়ে দোকানদার চলে যায়।
সোহেল
কি আর বলব, গিয়েছিলাম, জানেন তো?
জামান
হ্যা শুনেছি, কাজ হয়েছে?
সোহেল
কি করে যে বলি। আচ্ছা বলেই ফেলি, কাউকে বলবেন না প্লীজ।
জামান
(মৃদু হাসে)
আচ্ছা বলব না।
সোহেল
(উত্তেজিত)
মাসে যাই একবার, তাও যদি কাজ না হয় তো কেমন লাগে বলেন তো ভাই?
জামান
অবশ্যই খারাপ লাগে।
সোহেল
গিয়ে শুনি মেয়ে শর্ট, টাকা নাকি বেশি লাগবে। কোন রকমে দালালকে ম্যানেজ করে আমি আর কবির মেয়ে চয়েস করছি......
সোহেল চুপ হয়ে যায়, জামান আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে।
সোহেল (CONT`D)
এমন সময় দেখি সেখানের এক ঘর থেকে.....
জামান
কী?
সোহেল
(অনুরোধ)
কাউকে বলবেননা ভাই।
জামান
আরে ভাই বলেন তো।
সোহেল
(গলা নামিয়ে)
দেখি এক ঘর থেকে কবিরের আব্বা কাম সেরে বের হল।
জামান
(চিৎকার)
কি বলেন!
একটা দীর্ঘশ্বাস ফেলে জামান।
জামান (CONT`D)
(হতাশায়)
কবে যে দেশে যৌন চর্চা অবাধ হবে!
SEQUENCE 04
INT – KABIR’S HOUSE – EVINING
সিড়ি দিয়ে কবির উঠে, দরজার সামনে দাড়ায়, মুখে দ্বিধার ছাপ। কলিং বেলে হাত দিয়ে থাকে, কিন্তু বাজায় না। হঠাৎ হাতের চাপ লেগে কলিং বেল বাজে।
কবিরের বাবা
কে? (V.O)
কবির চুপ থাকে ও ঘামে।
কবিরের বাবা
(অধৈয্য হয়ে জোরে বলে)
কে? (V.O)
কবির দ্রুত সিড়ি দিয়ে নেমে যায়।
CUT TO
SEQUENCE 05
EXT – RAIL STATION – EVINING
কবির দাঁড়িয়ে রেল স্টেশনের ব্যাস্ততা দেখে। সামনে দিয়ে ট্রেন চলে যায়। কবির রেল লাইনে নেমে ট্রেনের পেছনে হাটে।
ধীরে ধীরে কবির ও ট্রেনের দূরত্ব বাড়ে। কবির হাটার গতি বাড়ায়, কিন্তু ট্রেনের সাথে তার দূরত্ব বেড়েই চলে। এক সময় ট্রেন ছোট হতে হতে দূরে অদৃশ্য হয়ে যায়। ক্লান্ত কবির ধীর গতিতে হাটে। এক সময় সেও রেল লাইনের এক বাকে হারিয়ে যায়।
FADE OUT ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।