দামী সুইস ঘড়িটা শরীরের ওম পেলেই নাকি চলে। তা নিয়ে কত জনের কত উপদেশ, সে কি পীড়াপীড়ি— কলের প্রতি মানুষের আদিখ্যেতা। অথচ, আমি যে জৈবিক জীব, আমার সব সজীব, প্রাকৃতিক যন্ত্রে জং ধরেছে, ঘুন লেগেছে; কই, তা নিয়ে কারো বিন্দুমাত্র মাথা-ব্যথা নেই! আমিও যে শরীরের ওম পাইনি এক যুগ ধরে; কিভাবে চলছি আজও, চালিয়ে যাচ্ছি তোমাদের, তা নিয়ে কেউ প্রশ্ন করেনি আমায়। শুধু যে বাসনাগুলো পুরনো মোজার গন্ধের মত উৎকট, তাতে নাক সিঁটকে ফিরে তাকিয়েছে পথচারী, রবাহূত দু’-একটি-জন। ২৬/০৬/১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।