ধর্ম যার যার , বাংলাদেশ সবার নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের ছোট ভাই আব্দুর রাজ্জাক মারা গেছেন। মঙ্গলবার সকাল সাতটায় তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে মারা যান। হাসপাতালের উপ-পরিচালক ডা. মোখলেসুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন। আব্দুর রাজ্জাকের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মৃত্যুকালে ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। তার পিতা মৃত মো. তায়েব উদ্দিন। কিশোরগঞ্জের মিটামইন উপজেলার কামালপুর গ্রামে বৃহস্পতিবার মরহুমের নামাজা জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির নিকট আত্মীয় মিটামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।