ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।
আমি শেষ পর্যন্ত স্বস্তি পেলাম। কারণ বিলম্বে হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলমকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এটা একটা ভাল উদারণ।
তবে আরো আগে করলে ভাল হত। গাধা তো পানি ঘোলা করেই খায়। তার আর কি দোষ!
নির্বাচনের চারদিন পর সোমবাব সন্ধ্যায় নতুন মেয়রকে অভিনন্দন জানান তিনি। কথায় বলেঃ বেটার লেট দ্যান নেভার।
১৯৯৪ সাল থেকে পরপর তিনবার নির্বাচিত সাবেক এই মেয়র নাগরিক কমিটির ব্যানারে এবার নির্বাচন করেন।
নাগরিক কমিটির প্যাডে সংবাদপত্রে দেওয়া বিবৃতিতে মহিউদ্দিন বলেন, "বিগত তত্ত্বাবধাক সরকারের সময় প্রায় দুই বছর বন্দি থাকার কারণে যেসব উন্নয়ন প্রকল্প অসমাপ্ত রয়ে গেছে, আশা করি সেগুলো বাস্তবায়ন করে মনজুর আলম চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখবেন। "
চট্টগ্রামবাসীর স্বার্থ বিবেচনায় ভবিষ্যতে যে কোনো উন্নয়নমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্র"তিও দেন তিনি।
মহিউদ্দিন বলেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষের দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে সব সময় পাশে থাকবেন তিনি।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনজুর আলম ৯৫ হাজারেরর বেশি ভোটের ব্যবধানে মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন।
সবাইকে গণতন্ত্রমনা হতে হবে।
চিরকালই যে কেউ জিতবে তা নয়। জনগণ যাকে চাইবে তারা তাকেই নির্বাচিত করবেন। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। এটা যখনই নেতারা বুঝতে পারবে তখনই তারা ভাল নেতা হতে পারবে।
তথ্যসূত্র ও কৃতজ্ঞতাঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।