সরকারি চাকরিতে সাধারণ প্রার্থীদের আবেদনের বয়সসীমা ৩২ বছর করার বিষয়টি পরীক্ষা করে প্রতিবেদন দিতে পরামর্শ দেওয়া হয়েছে। আজ রোববার সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সদস্য মোহাম্মদ বরকতউল্ল¬াহ বুলু, এ বি এম গোলাম মোস্তফা, মোহাম্মদ আবু তালহা ও জাহানারা বেগম সভায় অংশ নেন। সভায় গত ৮ এপ্রিল অনুষ্ঠিত কমিটির ২০তম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও তার ওপর আলোচনা হয়। সভায় বর্তমান অবস্থার প্রেক্ষাপটে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষা পাসের বিধান করাসহ তৃতীয় শ্রেণীর সাধারণ ও কারিগরি পদে জনবল নিয়োগ-প্রক্রিয়ার যোগ্যতা যুগোপযোগী করার খসড়া আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ করার পরামর্শ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।