আমাদের কথা খুঁজে নিন

   

নীলগিরি ভ্রমনের অভিজ্ঞতা থেকে বলছি........এটি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে আকর্ষনীয় জায়গা..ছবি পোস্ট

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............
নীলগিরি যাওয়ার ১ বছর হয়ে গিয়েছে...........অনেক দিন ধরেই নীলগিরি সফরের ফটোগুলা পিসিতে হামাগুড়ি দিচ্ছিল.........পোস্ট দিব দিব করেও আর দেয়া হচ্ছিলনা......... গিয়েছিলাম আমাদের কলেজের সবার সাথে বান্দরবানে........নীলগিরি নামটাই অনেকের কাছে অপরিচিত থাকার কারনে নীলগিরির প্ল্যানটা শুধু আমরা কয়জন মাথায় রেখে দিই.........বান্দরবান গিয়ে সবাইকে আমাদর প্ল্যানটা জানানোর ইচ্ছা ছিল........ সেই অনুযায়ী কাজ হয়...........বান্দরবানে যাবার পরদিন সকালে আমরা দুইটা চাঁদের গাড়ীতে করে সবাই রওয়ানা দেই নীলগিরির উদ্দেশ্যে....... ব্লগে নীলগিরি নিয়া অনেকগুলা পোস্ট আছে.......তাই বেশী বিবরনে যাবার আমার ইচ্ছা নাই......আমি কেবল আমাদের সবার অনূভুতিগুলোই তুলে ধরব.... পিকনিকে যাবার প্ল্যান করা থেকে শুরু করে প্রায় সবকিছুই করি মূলত আমরা কয়েকজন বন্ধুরা মিলে.....প্রায় ৩৪ জনের অ্যারেন্জমেন্ট...তাই মনে ভয় ছিল সবার প্রতিক্রিয়া কেমন হয় সেটার.... তাছাড়া একটা গ্রুপ ছিল যারা বান্দরবানে আসার বিরুদ্বে ছিল......কেবল মাত্র আমরা কয়জন গোঁ ধরে ছিলাম বলেই.......তাই বেশ বড় রিস্ক নিয়েছিলাম.... আমিও আগে কখোনো নীলগিরি যাইনি........শুধুমাত্র কয়েকজনের কথা আর ব্লগের কিছু লেখা.........এর উপর ভি্ত্তি করেই!!!!!! যাই হোক রওয়ানা দেবার আধা ঘন্টার ভিতরেই চান্দের গাড়ীর এক্সাইটমেন্টে সবার ভিতরের খুতখুতানি উধাও বাংলাদেশের সবচেয়ে উচু রাস্তা দিয়ে একেকটা বাঁক,খাড়া রাইড,আবার নেমে আসা.....ওহ!! একটা অসাধারন অভিজ্ঞতা....... আস্তে আস্তে উপরে উঠতে থাকি.........আর পাহাড়গুলো নীচে নেমে যেতে থাকে.......যেসব পাহাড়কে আমরা পর্বতসমান ভেবেছিলাম.......সেসব পাহাড়কেই যখন আমরা আমাদের পায়ের নীচে দেখি গাড়ী থেকেই.......তারপর একসাথে সবাই ওয়াআআআও..........করে গগনবিদারী চিৎকার করার সেই স্মৃতি!!!!!!!! গান করতে করতেই পৌছে যাই নীলগিরিতে......... এত সময় গাড়ীর এক্সাইটমেন্ট ছিল মূখ্য............প্রকৃতি ছিল গৌন...... এবার প্রকৃতি তার আসল রূপ তুলে ধরল.........আর আমাদের নিমিষেই স্তব্ধ করে দিল........জাস্ট নির্বাক!!!!! আমি কক্সবাজার গিয়েছি ২ বার,,কুয়াকাটা ১ বার,রাঙ্গামাটি ২ বার.....আর সিলেট তো আমার নিজের বাড়ী.......... নিলগিরির রিসোর্ট....ভাড়া করে ৮ জন থাকা যাবে ৫০০০ টাকা,তবে তাবুও ভাড়া পাওয়া যায়..৫০০ টাকা কিন্তু নীলগিরির সাথে তখোনই সবগুলার একটা তুলনা করে নিলাম...ধারে কাছে কাউরে না দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেলো আমি নিঃসংকোচে ঘোষনা করবো...........নীলগিরি বাংলাদেশের সেরা পর্যটন স্পট যে বিশ্বের যেকোন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে অনায়াসে প্রতিযোগিতা করতে পারবে......... আমার বিরুদ্বপক্ষ যে গ্রুপ ছিল.............তাদের মতামত ছিল আরো উগ্র তাদের কথা হচ্ছে............কক্সবাজার আর সুন্দরবন লইয়া এত লাফালাফি যেগুলা করছে.........তাদের জাস্ট কানে ধইরা নীলগিরি নিয়া আইসা বসাইয়া দাও.............তার আউলা হইয়া যাইব এইটা নীলাচলের ফটো.......নীলগিরির অনেক নীচে নেমে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।