আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রান্তির বেড়াজালে কথিত আহলে হাদিস (মুঃ উঃ ১)

কথিত আহলে হাদিস ভাইদের একটা মুখস্ত বুলি রয়েছে, তাহল " কুরআন ও সহিহ হাদিস অনুসরণ করুন "। কথাটা সর্বস্তরের মুসলমানদের ভাল লাগার কথা। মেনে নেয়ার কথা। বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম গনও কুরআন এবং সহিহ হাদিসের ব্যাপক ব্যখ্যা বিশ্লেষনের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে গেছেন। যা আমরা আজ অবধি ফেক্বাহ নামে শিক্ষা করে আসছি।

কুরআন ও সহিহ হাদিস শিক্ষা দিক্ষার জন্য বর্তমানে আমাদের দেশ সহ সারা বিশ্বে অসংখ্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যও কুরান & সহিহ হাদিসের প্রচার, প্রসার ও অনুসরণ করা। তবে কথিত আহলে হাদিস ও আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতর কুরআন & সহিহ হাদিসের অনুসরণের ক্ষেত্রে রয়েছে আকাশ পাতাল পার্থক্য । এবার আহলে সুন্নাত ওয়াল জামাতে বনাম কথিত আহলে হাদিস গ্রুপের কুরআন হাদিসের অনুসরণের আলোচনায় আসি। (এখানে স্মরণযোগ্য কথা হল, কথিত আহলে হাদিস গ্রুপ নিজেদের দাবীতে নিজেরাই টিকে থাকতে না পেরে জনমনে আশংকা, সন্দেহ, মতানৈক্যের ধুম্রজাল তৈরি করে থাকে।

মুসলমানগ তাদের মিষ্টি কথায় সহজে বিভ্রান্ত হন ) ♠═১═♠ কথিত আহলে হাদিস গ্রুপের বক্তব্য হলঃ- " যখন আমাদের কাছে কুরআন ও হাদিস বিদ্যমান এবং নিজেরাই তা পড়তে পারি তখন অন্য কোন ব্যক্তি থেকে জিজ্ঞাসা করার দরকার নেই "। আর আমাদের দাবী হলঃ- মুসলমানদের কাছে কুরআন আছে কিন্তু সবাই তাতে পারদর্শি হয়না। অনেকে পড়তেই জানেনা। যারা তেলাওয়াত জানে তারা অনেকে অর্থ ও তাফসির জানেনা। এই না জানার যত বিষয় আছে তা জানার জন্য কোন জ্ঞানী ব্যক্তি থেকে শিখতে হয় ।

জিজ্ঞেস করতে হয়। কুরআন হাদিসের ব্যখ্যা নিজে নিজে করলে হয়না। পূর্ববর্তিদের অনুসরণ করতে হয়। এখন দুই দলের দাবীর বাস্তবতা যাচাই করলে কোনটা সঠিক বলে মনে হয়? মস্তিস্ক সুস্থ থাকলে বাস্তবতার নিরিখে কথিত আহলে হাদিস গ্রুপের দাবী যে কত অসাড় তা ধরা পড়ে যাবে। কোন মানুষ কি মায়ের পেট থেকে আসার সময় কুরআন হাদিসে পারদর্শি হয়ে আসে? কারো কাছে জিজ্ঞেস করতে হয়না নিজেই সব বুঝে ফেলে এধরণের উদ্ভট কথা কি কোন সুস্থ মানুষ বলতে পারে? তাদের দাবী শুধু উদ্ভট, অসাড়ই নয় বরং কোরান হাদিস বিরোধি।

প্রমান দেখুন। " যখন আমাদের কাছে কুরআন ও হাদিস বিদ্য্মান এবং তা আমরা নিজেরাই পড়তে পারি। তখন অন্য কোন ব্যক্তি থেকে জিজ্ঞাসা করার দরকার নেই। " এই কথাটা হল কথিত আহলে হাদিস গ্রুপের বড় আলেম ও মুবাল্লিগ মাঃ জুনাগড়ীর। ঐ মুবাল্লিগ সাহেব তার লিখিত বই তরিকে মুহাম্মদী পৃঃ নং ১৩৯ তে এটা লিখেছেন।

যাহোক কথিত আঃ হাঃ রা তাদের দাবী পেশ করল নিজেদের সুবিধা মত বানানো বই থেকে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবী নেয়া হয়েছে আল্লাহর বাণী থেকে। যেমন এরশাদ হয়েছে " যদি তোমরা না জান, তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস কর। " ( সুরা আম্বিয়া ৭ সুরা নাহল ৪৩ ) এখন আঃহাঃ ভাইয়েরা তো "কুরআন হাদিসের অনুসরণ করুন" কথাটা বাস্তবতার নিরিখে নিজেরাই হুমকির মুখে ফেলে দিল। এভাবে তাদের প্রতিটি আপন দাবীর কাছে নিজেরাই ফেল।

কথা আর কাজে মিল নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।