কাউকে আনন্দ দিতে পারব কিনা জানিনা, কিন্তু দুঃখ দিতে চাইনা হেফাজতের ১৩ দফা নিয়ে জনৈক হেফাজতীর পোস্টে কমেন্ট দিতে গিয়ে লিখলাম।
১। এই সংবিধান ইসলাম সম্মত না। সংবিধানের অনেক মুলনীতি ইসলাম বিরোধী। এই অনইসলামিক সংবিধানে বিসমিল্লাহ দিলেই ইসলামিক হয়ে যাবে এমন টা প্রচার পাবে।
২। সাথে অন্য ধর্ম গুলাও যোগ করতে হবে।
৩। মিথ্যা কথা। শাহবাগে হিন্দু মুসলিম, আস্তিক নাস্তিক সবাই গেছে।
আর নেতৃত্ব যাদের হাতে ছিল বা আছে তারা নিজেরাই তাদের কথা ও কাজে আস্তিকতার পরিচয় দিয়েছেন। সারা দেশে হাতে গোনা ৪/৫ জন ধর্ম বিদ্বেষী নাস্তিকের লেখা হয়তো ১০০/২০০ জনের কাছে পৌঁছাত। কিন্তু তাদের এই লেখা প্রচার করে হেফাজতীরা কোটি কোটি মুসলমানের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে সহযোগীতা করেছে। হেফাজতী আর ধর্ম বিদ্বেষী একে অপরের পরিপূরক এবং সহযোগী।
৪।
অবাস্তব ঘোলাটে দাবি। হয় এই দাবি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিবে অথবা শরীয়া আইনের এক দফা দাবি করবে। আর হেফাজত যখন খালেদা জিয়ার সাথে মিটিং করে তখন কি পুরুষ- পুরুষ মেলামেশা হয়?
৫। আগে মুসলিম বিবাহ আইন ঠিক করতে বলেন।
৬।
সরকার পরিচালনা করে মানুষ। তাদের পক্ষে কাউকে মুসলিম, অমুসলিম, মোনাফেক এসব ঘোষণা ঝুঁকিপূর্ণ। সরকার ব্যাক্তির ঘোষণা অনুযায়ী আদম শুমারীতে তথ্য সংগ্রহ করবেন।
৭। মূর্তি আর ভাস্কর্য এর পার্থক্য বোঝার চেস্টা করেন।
আর মূর্তি পূজারিদের মূর্তি ভাংতে পারেনা কোন ধর্ম নিরপেক্ষ গনতান্ত্রিক সরকার।
৮। অযথা প্যাচাল, মিথ্যা দাবি। সব মসজিদেই নামাজের সুষ্ঠু পরিবেশ আছে। আমি নিজে বাইতুল মোকাররমে নামাজ পড়ে দেখেছি।
৯। মানে রাজাকার চরিত্র দেখিয়ে কোন নাটক সিনেমা বানানো যাবেনা। দাড়ি টুপি ছাড়া মানুষদের নিয়ে নাটক সিনেমা বানানো যাবে? ৪ নং এ কি দাবি করেছেন মনে করেন? রাজাকার চরিত্র বাদ দিয়ে আইটেম গান এর সিনেমা গুলি বানানো যাবে?
১০। অযথা প্যাচাল। আর উপজাতিরা অনেকে ইসলাম গ্রহন করছে, অনেকে খ্রিস্টান হচ্ছে।
এখানে রাস্ট্রের কি বলার আছে?
১১। সহিংসতার জন্য অপরাধীকে শাস্তি পেতে হবে। সে মাদ্রাসার ছাত্র হোক বা বিশ্ববিদ্যালয়ের।
১২। আইন সবার জন্যই সমান।
কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিব ছাড়া আর যারা এই দেশে বাস করে তাদের হুমকি-ধমকি, ভয়ভীতি দানসহ তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র করা যাবে?
১৩। আইন তার নিজস্ব গতিতে চলবে। কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিব দের জন্য যে আইন এর বাইরে যারা আছে তাদের জন্য ও এক ই আইন।
এই ১৩ দফা যদি সরকার মেনে নিত তবে কি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে যেত? তাহলে কি বাংলাদেশে সকল মুসলমানের জন্য নামাজ কায়েম হয়ে যেত? সারা দেশের মুসলমানেরা সুদ থেকে মুক্ত হয়ে যেত? হেফাজতে যেসব সরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান এর কর্মকর্তা আছেন তারা কি জিবি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্র এসব সুদ বাদ দিয়ে এসেছেন কিনা তা কি জেনেছেন নাকি এ ব্যাপারে সতর্কতা জারি করেছেন? সারা দেশের অধিকাংশ পুরুষ টাখনুর নিচে পোশাক পরেন, এ পাপ থেকে ১৩ দফা সবাইকে মুক্তি দিয়ে দিবে? ১৩ দফা কি যাকাত সম্পর্কে কিছু বলেছে?
এখন যদি সত্য স্বীকার করেন যে হেফাজত ইসলাম হচ্ছে হেফাজত রাজাকার। ঈমানের সঙ্গে যদি সত্য কথা স্বীকার করে হেফাজত মাঠে নামতো তবে হয়তো আরো ভালো ফল পেত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।