বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
কোনও কোনও গান যেন ছায়ার গভীরে ফুটে থাকা ফুলের মতন, যে ফুল কখনোই আলোর মুখ দেখতে পায় না। আবার ঠিক ঝরেও যায় না। যেমন এই গানটি ।
আজ থেকে ১০/১২ বছর আগে গানটি কম্পোজ করা হয়েছিল । মূল কম্পোজারের নামও অনেকেরই অজানা। এতকাল গানটি এর-ওর গিটারে বেজেছে। তামিম সেই গভীর ছায়ায় পড়ে থাকা গানটি গভীর মমতায় তুলে এনেছে ওর রেকর্ডিং প্যানেলে। তামিম, অপরিচিত, কিন্তু প্রতিভাবান এক কম্পোজার- এক সময় একসঙ্গে আমার ঘরে প্রচুর ‘মিউজিকাল’ আড্ডা মেরেছি।
গতকাল রনি এসেছিল। ওই গানটির কথা বলল। শুনে ভালো লাগল; রেকডিং মান ভালো; সেক্সোফোনসহ অন্যান্য ইন্সট্রুমেন্টের কাজ বিস্ময়কর। গানটা ১০/১২ বছর ধরে শুনছি। এতদিন পর গানটার কমপ্লিট ভার্সানটি শুনে মনের গভীরে গভীর আনন্দের স্পর্শ পেলাম যেন ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।