আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদনি পসরে কে আমারে স্মরন করে,কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে।

চাঁদনি পসরে কে আমারে স্মরন করে, কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমারে চিনে। বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না সে আমারে চিনে কিন্তু আমি চিনি না। সে আমারে থারে থারে ইশারায় কয় এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়, ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ-এর লেখা গান।"চন্দ্রকথা" ছায়াছবি থেকে। Youtube link: http://www.youtube.com/watch?v=Vv--YbAlL_I সবাইকে ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।